Maruti বড় বিপদের আশঙ্কায় 17,362টি গাড়ি ফেরত নিচ্ছে, ঠিক না করা অব্দি চালাতে নিষেধ

এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! এমনিতেই হালকা-পলকা গাড়ি তৈরির জন্য দুর্নাম রয়েছে ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল...
SUMAN 18 Jan 2023 3:19 PM IST

এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! এমনিতেই হালকা-পলকা গাড়ি তৈরির জন্য দুর্নাম রয়েছে ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র কাঁধে। তার ওপর এবার সামনে এল সংস্থার একাধিক গাড়িতে ত্রুটিপূর্ণ এয়ারব্যাগে কন্ট্রোলারে ত্রুটির আশঙ্কার কথা। ঝুঁকি না নিয়ে যে কারণে ইন্দো-জাপানি সংস্থাটি তাদের বিভিন্ন মডেলের ১৭,৩৬২টি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে – Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno ও Grand Vitara।

২০২২ এর ৮ ডিসেম্বর থেকে ২০২৩ এর ১২ জানুয়ারি পর্যন্ত নির্মিত গাড়িগুলির ক্ষেত্রে রিকল অর্ডার জারি করা হয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানিয়েছে মারুতি সুজুকি। সেখানে উল্লেখ আছে, এয়ারব্যাগ কন্ট্রোলারে ত্রুটি থাকার আশঙ্কায় এই গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়েছে। সমস্যা ধরা পড়লে তা নিখরচায় পাল্টে দেওয়া হবে। সংস্থার আশঙ্কা, জরুরী মুহূর্তে এয়ার ব্যাগ এবং সিট বেল্ট প্রিটেনশনার ঠিকঠাক ভাবে কাজ নাও করতে পারে।

কোম্পানির তরফে পরামর্শ, যে সমস্ত মডেলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়ে রাস্তায় বের না হওয়াই মঙ্গল। মারুতি সুজুকির অনুমোদিত ডিলারশিপ থেকে সংশ্লিষ্ট গাড়িগুলির মালিকদের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে গত সোমবার সংস্থাটি তাদের সমস্ত মডেলের উপর প্রায় ১.১% বর্ধিত মূল্যের বোঝা চাপিয়েছে।

২০২২-২৩ অর্থবর্ষে দ্বিতীয়বারের জন্য দাম বাড়িয়েছে মারুতি। গত বছর এপ্রিলেও সমস্ত মডেলের মূল্য বৃদ্ধির পথে হেঁটেছিল সংস্থাটি। ২০২৩-এর এপ্রিল থেকে দেশে নয়া নির্গমন বিধি কার্যকর হওয়ার জন্য ইঞ্জিনে বদল আনা প্রয়োজন। যাকে কারণ হিসেবে প্রদর্শন করে গত বছরের শেষ মাসে দাম বাড়ানো ঘোষণা সেরে রেখেছিল তারা।

Show Full Article
Next Story