Maruti Suzuki S-Presso লঞ্চের 3 বছরের মাথায় নতুন মাইলফলক স্পর্শ করল, এখন মিলবে 32 কিমি মাইলেজের CNG মডেলে

বিক্রি ছাড়িয়েছে দুই লাখ। এমনটাই জানিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। বিগত ২০১৯ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা সংস্থার...
techgup 16 Oct 2022 8:41 AM IST

বিক্রি ছাড়িয়েছে দুই লাখ। এমনটাই জানিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। বিগত ২০১৯ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা সংস্থার এসইউভি স্টাইলের হ্যাচব্যাক গাড়ি S-Presso এখন নির্দিষ্টভাবে বললে দুই লাখ কুড়ি হাজার ভারতীয় পরিবারের সদস্য। সিএনজি ভ্যারিয়েন্টে গতকাল বাজারে এসেছে S-Presso। তখনই ইন্দো-জাপানি নির্মাতার তরফে এই বিষয়ে ঘোষণা হয়েছে।

বর্তমানে দেশে সবচেয়ে বেশি ফুয়েল এফিশিয়েন্ট সিএনজি ভেহিকেল বিক্রি করে মারুতি। এস-প্রেসো সংস্থার লাইনআপে দশম মডেল, যা এখন সিএনজি ভার্সনে উপলব্ধ। দাবি করা হয়েছে, গাড়িটি প্রতি কেজি গ্যাসে ৩২.৭৩ কিলোমিটার মাইলেজ দেবে‌। উল্লেখ্য, মারুতির অন্য প্রাইভেট সিএনজি গাড়িগুলির তালিকায় রয়েছে Alto, Celerio, WagonR, Eco, Ertiga, Swift, এবং Dzire‌।

এছাড়া, সপ্তম এবং অষ্টম মডেলটি হল Dzire Tour এবং Eco Cargo। যার ব্যবহার বাণিজ্যিক। মারুতি সুজুকি তাদের প্রতিটি সিএনজি গাড়িতে ডুয়াল ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, ইন্টেলিজেন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, স্টেইনলেস স্টিল পাইপ ও জয়েন্ট, এবং ইন্টিগ্রেটেড হার্নেস সিস্টেম দিয়েছে।

এদিকে, LXi ও VXi ভ্যারিয়েন্টে এসেছে Maruti Suzuki S-Presso S-CNG। প্রথমটির মূল্য ৫.৯০ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে‌। আর দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম ৬.১০ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এস-প্রেসো সিএনজি অবতারে অবশ্য নতুন ডিজাইন পায়নি। বাইরেও কোনো অদলবদল নেই। হয়নি। শুধু প্রাকৃতিক গ্যাসে চলার জন্য ডুয়ালজেট ইঞ্জিন আপডেট করা হয়েছে‌‌।

Show Full Article
Next Story