Maruti Suzuki Jimny: ভারতে তৈরি SUV লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যে রপ্তানি করছে মারুতি সুজুকি

অফ-রোডার গাড়ি নিয়ে খানা-খন্দ, চড়াই-উতরাই পার করার মধ্যে অ্যাডভেঞ্চারের স্বাদ গ্রহণ করতে বর্তমান প্রজন্ম একটু বেশিই...
SUMAN 12 Oct 2023 5:44 PM IST

অফ-রোডার গাড়ি নিয়ে খানা-খন্দ, চড়াই-উতরাই পার করার মধ্যে অ্যাডভেঞ্চারের স্বাদ গ্রহণ করতে বর্তমান প্রজন্ম একটু বেশিই উৎসাহী। আর উক্ত সেগমেন্টে পাঁচ দরজা বিশিষ্ট Maruti Suzuki Jimny লঞ্চের পর থেকেই খেল দেখাচ্ছে। একটি অফ-রোডার গাড়ি যে এতো জনপ্রিয়তা পেতে পারে, তা হয়তো মারুতি সুজুকি (Maruti Suzuki)-রও কল্পনার অতীত ছিল। এবারে এই Jimmy 5-door আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে। লাতিন আমেরিকা, আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিক্রির লক্ষ্যে গাড়িটির রপ্তানি শুরু করল সংস্থা।

Maruti Suzuki Jimny 5-Door-এর বিদেশে রপ্তানি শুরু হল

উল্লেখ্য, বর্তমানে কেবলমাত্র ভারতেই জিমনির পাঁচ দরজা ভার্সনটি তৈরি হয়। এতদিন কেবল দেশের বাজারেই মডেলটি বিক্রি করতো মারুতি। এবারে নিজের গন্ডির সম্প্রসারণ করতে চলেছে জিমনি। শুধুমাত্র রপ্তানির জন্যই ২০২০ সালে ভারতে জিমনির তিন দরজা ভার্সনের উৎপাদন শুরু হয়েছিল। এটিও লাতিন আমেরিকা ও আফ্রিকার বাজারে সরবরাহ করা হতো। গত জুনে জিমনির পাঁচ দরজা ভার্সন এদেশে লঞ্চ করে ইন্দো-জাপানি সংস্থাটি।

রাগড ল্যাডার ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে আসা Maruti Suzuki Jimny 5-door একটি ১.৫ লিটার ৪-সিলিন্ডার, ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ ১০৩ বিএইচপি শক্তি ও ১৩৮ এনএয় টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক বিকল্পে বেছে নেওয়া যায়।

মারুতি সুজুকি বছরে এসইউভিটির ১ লাখ ইউনিট উৎপাদনের লক্ষ্যে ছুটছে। যার মধ্যে ৬৬% এদেশের জন্য এবং বাকি গাড়িগুলি বিদেশে রপ্তানি করা হবে। প্রতি মাসে জিমনি গড়ে ৩,০০০ ইউনিট করে বিক্রি হচ্ছে। এটি সংস্থার ARENA ডিলারশিপ থেকে বিক্রি করা হয়। প্রসঙ্গত, নির্গমন বিধির কড়াকড়ির কারণে ইউরোপের বাজারে পাঁচ দরজার মারুতি জিমনি লঞ্চ হবে না বলেই শোনা যাচ্ছে। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় লঞ্চ হয়েছে জিমনি। যা ভারতীয় মডেলটির সাথে অনুরূপ।

Show Full Article
Next Story