Maruti Suzuki: বর্ষশেষে বড় ধাক্কা, এই তারিখ থেকে মারুতি সুজুকির গাড়ির দাম বাড়ছে
আপনি কি Maruti Suzuki-এর নতুন গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন? তবে আর দেরি করার সময় নেই। আপনার হাতে রয়েছে মাত্র এক মাস।...আপনি কি Maruti Suzuki-এর নতুন গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন? তবে আর দেরি করার সময় নেই। আপনার হাতে রয়েছে মাত্র এক মাস। এমন বলার কারণ মারুতির বিভিন্ন মডেলের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। গতকাল ইন্দো-জাপানি গাড়ি নির্মাতার তরফে জানানো হয়েছে যে সামনের জানুয়ারি থেকেই তাদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধি করা হবে। আগামী ১লা জানুয়ারি থেকেই কার্যকর হবে এই বর্ধিত মূল্য। যদিও মারুতি সুজুকির কোন মডেলের দাম বৃদ্ধি পাবে সেই সংক্রান্ত পরিস্কার কোনো তথ্য দেওয়া হয়নি। আসলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই মারুতি তাদের গাড়িগুলির দাম বৃদ্ধির পথে হাঁটতে বাধ্য হচ্ছে।
জানুয়ারির ১ তারিখ থেকেই গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি
সোমবার মারুতি সুজুকির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, "উৎপাদন খরচ বৃদ্ধির জন্য বাধ্য হয়েই প্রোডাক্টের দাম বাড়ানো হচ্ছে"। তবে সাধারণ মধ্যবিত্তের কথা চিন্তা করে বরাবরই নিজেদের তৈরি গাড়ির দাম স্বল্প বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করে মারুতি। এবারেও এই বর্ধিত মূল্য অতি নগণ্য হবে বলেই আশ্বাসবাণী দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। জানানো হয়েছে যে, "উৎপাদন খরচের বৃদ্ধির প্রভাব যতটা সম্ভব কমানোর সবরকম চেষ্টা করা হলেও আমাদের প্রোডাক্টের মূল্য সামান্য পরিমাণ বৃদ্ধি করা হবে। মডেল ভিত্তিক এই মূল্য বৃদ্ধির পরিমাণ ভিন্ন।"
প্রসঙ্গত, ভারতে মারুতি সুজুকির ঝুলিতে রয়েছে ছোট থেকে শুরু করে মিড সাইজের বিভিন্ন মডেল। তাদের ঝুলিতে থাকা এন্ট্রি লেভেলের সবচেয়ে সস্তা গাড়ি হল Alto K10। এটির এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। বর্তমানে ভারতে মারুতির সবচেয়ে বড় এবং দামি গাড়ি হল Invicto। এই মাল্টিপারপাস ভেইকেল তৈরি হয়েছে Toyota Innova HyCross এর উপর ভিত্তি করে। Maruti Suzuki Invicto এর বেস ভার্সন কিনতে খরচ হয় ২৪.৮০ লক্ষ টাকা (এক্স শোরুম)।
ভারতের গাড়ির বাজারে প্রতি মাসে বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে প্রথম স্থান থাকে মারুতির দখলে। এই সংস্থার সেরা তিনটি মডেল হল- Baleno, Swift এবং WagonR। এছাড়াও বিগত কয়েক বছরে এসইউভি এর জগতেও লক্ষণীয়ভাবে নিজেদের নাম উজ্জ্বল করেছে মারুতি। তাদের এসইউভি মডেলগুলির মধ্যে অন্যতম হলো- Brezza, Fronx, Grand Vitara এবং সদ্য লঞ্চ হওয়া Jimny। বর্তমানে ভারতের এসইউভি গাড়ির বাজারে ২২ শতাংশ অংশ অংশীদারিত্ব নিজেদের পকেটে রেখেছে মারুতি। আগামী অর্থবর্ষে এটি বাড়িয়ে ২৫ শতাংশ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।