Maruti-র নতুন বৈদ্যুতিক গাড়ির অভিষেক জানুয়ারিতে, সঙ্গী দুই নয়া SUV

ভারতের বাজারে এসইউভি (SUV) গাড়ির জনপ্রিয়তা বর্তমানে পাহাড়প্রমাণ। এগুলি একদিকে যেমন দুর্ধর্ষ ডিজাইনের, অন্যদিকে...
SUMAN 20 Dec 2022 8:31 PM IST

ভারতের বাজারে এসইউভি (SUV) গাড়ির জনপ্রিয়তা বর্তমানে পাহাড়প্রমাণ। এগুলি একদিকে যেমন দুর্ধর্ষ ডিজাইনের, অন্যদিকে সুরক্ষার সাথে কোনোরকম আপোস করে না। যার নিমিত্ত প্রায় প্রত্যহ এসইউভি গাড়ির আসরে নিত্যনতুন মডেল সংযোজিত হচ্ছে। এবারে যেমন ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ২০২৩ অটো এক্সপো-তে দুটি ব্র্যান্ড নিউ এসইউভি গাড়ি প্রদর্শন করবে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি ইলেকট্রিক গাড়িই যে ভবিষ্যৎ, সে কথা মাথায় রেখে একটি ব্যাটারি চালিত গাড়ির কনসেপ্টও প্রদর্শন করা হবে বলে ঘোষণা করেছে মারুতি।

এই গাড়িগুলি দেশের পাশাপাশি বিশ্ববাজারেও হাজির করা মনোভাব নিয়ে এগোচ্ছে ইন্দো-জাপানি সংস্থাটি। টানা দু’বছর করোনা অতিমারির প্রকোপের কারণে নতুন গাড়ি লঞ্চের ক্ষেত্রে যেই অভাব দেখা দিয়েছিল, এবারে তা ঘুচবে বলেই আশা করা যায়। উন্মোচিত হতে চলা গাড়িগুলির মধ্যে একটি হতে পারে পাঁচ দরজা বিশিষ্ট Jimny SUV। এই মুহূর্তে ভারতের বাজারে যা একটি বহু প্রতীক্ষিত মডেল। তবে অটো এক্সপো ২০২০-তে এর তিন দরজা বিশিষ্ট মডেলটির ঝলক দেখিয়েছিল সংস্থা।

Maruti Suzuki নিশ্চিত করেছে নতুন বছরে গাড়ি প্রদর্শনী অনুষ্ঠানে Grand Vitara, XL6, Ciaz, Ertiga, Brezza, Baleno, Swift সহ মোট ১৬টি গাড়ির কাস্টমাইজড মডেলের আত্মপ্রকাশ ঘটাবে। আবার সংস্থাটি এও জানিয়েছে এবারে তারা তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন সমেত WagonR এর ঝলক দেখাবে। সংস্থার ইচ্ছা ইভি কনসেপ্ট এবং একাধিক রেঞ্জের এসইউভি গাড়ি উন্মোচনের মাধ্যমে গ্রাহকদের মনে উন্মাদনার ধারা বজায় রাখা। এগুলির প্রতিটি ফিউচারিস্টিক ডিজাইন সমেত আসবে। তবে কনসেপ্ট ইভিটি কেমন হতে চলেছে, তা নিয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাশি টাকিউচি বলেন, “৪ দশকের বেশি সময় ধরে তাদের সংস্থা নতুন প্রযুক্তি এবং পণ্য দিয়ে ক্রেতাদের মন জুগিয়ে চলেছে। তাঁর কথায়, “অটো এক্সপো'২৩-এ আমরা সর্বাধিক পরিবেশবান্ধব এবং দীর্ঘ মেয়াদী গাড়ির প্রদর্শন করতে চলেছি। আমাদের নতুন এসইউভি, ফিউচারিস্টিক কনসেপ্ট ইভি, হাইব্রিড ফ্লেক্স-ফুয়েল প্রোটোটাইপ এবং অন্যান্য মডেলগুলি গাড়ি প্রেমীদের হৃদয় হরণ করবে বলে আমরা আত্মবিশ্বাসী।”

Show Full Article
Next Story