Maruti Suzuki: মারুতির নতুন রেকর্ড, দেশের প্রথম সংস্থা হিসাবে 50 লক্ষ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির নজির

মারুতির হাতফেরতা গাড়ি বিক্রির শাখা মারুতি সুজুকি ট্রু ভ্যালু (Maruti Suzuki True Value) এদেশে ৫০ লক্ষ মডেল বিক্রির মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল। ব্যবহৃত গাড়ির…

মারুতির হাতফেরতা গাড়ি বিক্রির শাখা মারুতি সুজুকি ট্রু ভ্যালু (Maruti Suzuki True Value) এদেশে ৫০ লক্ষ মডেল বিক্রির মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল। ব্যবহৃত গাড়ির ব্যবসা নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০০১-এ সংস্থা তাদের এই ‘ট্রু ভ্যালু’ ব্র্যান্ড লঞ্চ করেছিল। ২২ বছরে দেশের ২৮১টি শহরে নিজের উপস্থিতি গড়ে তুলেছে তারা। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ৫৬০-এর অধিক আউটলেট রয়েছে তাদের।

Maruti Suzuki True Value ৫০ লক্ষ গাড়ি বিক্রি করেছে

এই প্রসঙ্গে সংস্থার এসইও (মার্কেটিং ও সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “ক্রেতাদের নিরাপত্তা ও ঝঞ্ঝাটহীন উপায়ে হাতফেরতা গাড়ি ব্যবহারের সুবিধা দিতে ট্রু ভ্যালু লঞ্চ করা হয়েছিল। ২২ বছরে সফলতার সাথে পথ চলার পর মারুতি সুজুকি ট্রু ভ্যালু ৫০ লক্ষ ক্রেতার পছন্দের ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে।”

সংস্থা বলেছে, তাদের ট্রু ভ্যালু ব্র্যান্ডের অধীনে বিক্রিত গাড়িগুলিতে এক বছরের ওয়ারেন্টি এবং তিনটি কমপ্লিমেন্টারি সার্ভিস অফার করা হয়ে থাকে। এতে মারুতি সুজুকির আসল সরঞ্জাম দেওয়ার পাশাপাশি শংসাপত্র প্রদান করা হয়। এই প্রসঙ্গে শ্রীবাস্তব যোগ করেন, “আমরা আমাদের ক্রেতাদের শিল্পের সেরা পরিষেবা প্রদান করতে পারব বলে আত্মবিশ্বাসী।”

শ্রীবাস্তব জানান, “পেশাগতভাবে প্রশিক্ষিত রিলেশনশিপ আধিকারিকরা বিভিন্ন পরিষেবার সাথে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে সার্ভিস প্রদান করবেন।” ব্যবহৃত গাড়ি কিনতে পারার পাশাপাশি ট্রু ভ্যালু থেকে বীমা সহ ফিনান্সিংয়ে বাড়ি আনার সুবিধা মেলে। এমনকি বিভিন্ন অ্যাক্সেসরিজও উপলব্ধ রয়েছে।