দাদাগিরি শেষ! Tata-র থেকে ভারত সেরা গাড়ির তকমা ছিনিয়ে নিল Maruti Swift

গত দু’মাস অর্থাৎ মার্চ ও এপ্রিলে ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারের রশি ছিল Tata Punch-এর হাতে। কারণ বিক্রির নিরিখে সেটিই ছিল শীর্ষস্থান দখলকারী চার চাকা। কিন্তু…

গত দু’মাস অর্থাৎ মার্চ ও এপ্রিলে ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারের রশি ছিল Tata Punch-এর হাতে। কারণ বিক্রির নিরিখে সেটিই ছিল শীর্ষস্থান দখলকারী চার চাকা। কিন্তু মে মাসের পরিসংখ্যান তাজ্জব করল সকলকে। গত মাসে সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে Tata Punch-কে ঠেলে শীর্ষে উঠে এসেছে মারুতি সুজুকির (Maruti Suzuki) মডেল। কী ভাবছেন, WagonR, Baleno, Dzire বা Brezza-র মধ্যে কোন একটি গাড়ি? তবে জানিয়ে রাখি, আপনার ধারণা একেবারেই ভুল।

Tata Punch-কে পেছনে ফেলে সর্বাধিক বিক্রিত মারুতির এই গাড়ি

গত মাসে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নতুন লঞ্চ হওয়া চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Swift কিনেছেন। যে কারণে Tata Punch-এর থেকে বেস্ট-সেলিং গাড়ির তকমা ছিনিয়া নিতে সুইফ্ট ফেসিলিফ্টের এতটুকু বেগ পেতে হয়নি। উল্লেখ্য, এ বছর মার্চ এবং এপ্রিলের পাঞ্চ বিক্রি হয়েছিল যথাক্রমে ১৭,৫৪৭ ইউনিট ও ১৯,১৫৮ ইউনিট। কিন্তু মে’তে বিক্রি কমে হয়েছে ১৮,৯৪৯ ইউনিট।

গত মাসে নতুন Maruti Suzuki Swift মোট ১৯,৩৯৩ ক্রেতার মুখ দেখেছে। যে কারণে এটি টাটা পাঞ্চ’কে টপকে গিয়েছে। মারুতি সুজুকি’র এই প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটির দাম ৬.৪৯ লক্ষ থেকে শুরু করে ৯.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। অন্যদিকে আইসিই ভার্সনের Tata Punch-এর মূল্য ৬.১৩ লক্ষ থেকে ১০.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যেখানে Tata Punch EV কিনতে খরচ পড়ে ১০.৯৯ লক্ষ থেকে ১৫.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tata Punch ছাড়া Maruti Suzuki Swift -এর তেমন কোন প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। আরেক প্রিমিয়াম হ্যাচব্যাক Hyundai Grand i10 Nios মে মাসে ৫,৩২৮ গ্রাহকের নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে একই মূল্যের Hyundai Exter বিক্রি হয়েছে ৭,৬৯৭ ইউনিট। Hyundai Grand i10 Nios ও Hyundai Exter-এর দাম যথাক্রমে ৫.৯২ লক্ষ ও ৬.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।