Matter Aera: দাম বাড়ার আগে শেষ সুযোগ, 5 জুন পর্যন্ত ইলেকট্রিক বাইকে 50,000 টাকা ছাড়

সামনেই বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)। সেই উপলক্ষ্যে এই সপ্তাহ জুড়ে পরিবেশের প্রতি সচেতনতার বার্তা দিতে দৃষ্টান্তমূলক...
SUMAN 31 May 2023 2:02 PM IST

সামনেই বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)। সেই উপলক্ষ্যে এই সপ্তাহ জুড়ে পরিবেশের প্রতি সচেতনতার বার্তা দিতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল আমেদাবাদের ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ম্যাটার (Matter)। সংস্থাটি তাদের Aera মডেলে ৫০,০০০ টাকা পর্যন্ত বেনিফিট দেওয়ার কথা ঘোষণা করল, যা দেশের সর্বপ্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক। উক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ৩০,০০০ টাকার প্রাইস বেনিফিট এবং কমপ্লিমেন্টারি ম্যাটার কেয়ার প্যাকেজ বাবদ ২০,০০০ টাকা। এই অফার ৫ জুন পর্যন্ত বৈধ বলে জানিয়েছে ম্যাটার।

Matter Aera ই-বাইকে ৫০,০০০ টাকা বেনিফিট

এই অফার শেষ হওয়া মাত্রই Matter Aera 5000 ও 5000 Plus এর দাম ৩০,০০০ টাকা বাড়তে চলেছে। কারণ ১ জুন থেকে ফেম-২ প্রকল্পে ভর্তুকি ৪০% থেকে কমিয়ে ১৫% করা হচ্ছে। তাই ৬ জুন থেকে Aera 5000 ও 5000 Plus -এর মূল্য বেড়ে হচ্ছে যথাক্রমে ১,৭৩,৯৯৯ টাকা ও ১,৮৩,৯৯৯ টাকা। তাই ৫ জুন পর্যন্ত যে সকল ক্রেতা বাইকটি বুকিং করবেন, তাঁদের পুরনো মূল্যেই কেনার সুযোগ দেওয়া হবে।

অফার চলাকালীন আগ্রহী ক্রেতারা Aera-এর দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে ৯৯৯ টাকায় বুকিং করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেশের যে কোন প্রান্ত থেকে বুকিং করা যাচ্ছে। আবার ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart ও OtoCapital থেকেও কেনা যাবে এটি। এ বছর সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু করার কথা জানিয়েছে ম্যাটার।

Matter Aera হল ভারতের সর্বপ্রথম ফোর-স্পিড হাইপার-শিফ্ট গিয়ার যুক্ত ইলেকট্রিক বাইক। সংস্থা দাবি করেছে, প্রতি কিলোমিটার যাত্রা করতে এতে খরচ মাত্র ২৫ পয়সা। ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৬ সেকেন্ড সময় নেবে। এতে রয়েছে লিকুইড কুল্ড ব্যাটারি এবং পাওয়ারট্রেন। যা উচ্চ তাপমাত্রাতেও কর্মক্ষম থাকবে। ফুল চার্জে Aera ইলেকট্রিক বাইকটি ১২৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে রয়েছে ৫-অ্যাম্পিয়ার অনবোর্ড চার্জিং সিস্টেম। আবার ইন্টারনেট চালিত কানেক্টেড ফিচার এবং একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিনের সুবিধা মিলবে এতে।

Show Full Article
Next Story