দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ হল, এক চার্জেই 150 কিমি, দাম-ফিচার জেনে নিন

ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে আরও এক নতুন সদস্যের আগমন ঘটল। গুজরাতের স্টার্টআপ ম্যাটার (Matter) তাদের বহু...
SUMAN 2 March 2023 11:56 AM IST

ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে আরও এক নতুন সদস্যের আগমন ঘটল। গুজরাতের স্টার্টআপ ম্যাটার (Matter) তাদের বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক মোটরসাইকেল Aera লঞ্চ করল। চারটি ভ্যারিয়েন্টে এসেছে এটি – 4000, 5000, 5000+ ও 6000+। Aera 5000 ও 5000+ -এর দাম যথাক্রমে ১,৪৩,৯৯৯ টাকা ও ১,৫৩,৯৯৯ টাকা। 6000+ ছাড়া প্রতিটি মডেলের রেঞ্জ ১২৫ কিলোমিটার। সংস্থার দাবি, Aera 6000+ ফুল চার্জে ১৫০ কিমি পথ চলতে পারবে। আপাতত ম্যাটার 5000 ও 5000+ মডেল দুটি বাজারে হাজির করা হয়েছে। অন্যান্য ট্রিম কিছুদিন বাদে কেনা যাবে।

Matter Aera ফিচার্স

ম্যাটার এইরা হল একটি নেকেড বাইক, যাতে রয়েছে বিভিন্ন সেরা মানের ফিচার। সবচেয়ে আকর্ষণের বিষয় হল, এই ইলেকট্রিক মোটরসাইকেলটিতে প্রথাগত বাইকের ন্যায় রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন। এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত হয়েছিল ম্যাটার এইরা। সেসময়ই এর অত্যাধুনিক ফিচার যেমন, ৪জি কানেক্টিভিটি সহ ৭ ইঞ্চি ফুল ডিজিটাল এলসিডি নজর কেড়েছিল ক্রেতাদের।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা রিমোট লক/আনলক, জিওফেন্সিং, লাইভ লোকেশন ট্র্যাকিং, ভেহিকেল হেল্থ মনিটরিং, এবং বিস্তারিত রাইড স্ট্যাটিসটিক্স ফিচার সাপোর্ট করবে। স্কুটারটিতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত প্রক্সিমিটি নির্ভর কি ফব, প্যাসিভ কিলেস এন্ট্রি সিস্টেম।

Matter Aera স্পেসিফিকেশন

সংস্থার দাবি এইরা-তে সাতটি অনন্য ফিচার দেওয়া হয়েছে। যেমন, লিকুইড কুল্ড মোটর, ম্যানুয়াল গিয়ারবক্স, লিকুইড কুল্ড ব্যাটারি প্যাক, একটি থ্রি-পিন ৫ অ্যাম্পিয়ার চার্জার, ডবল ক্র্যাডেল চ্যাসিস, কানেক্টেড এবং ইন্টেলিজেন্ট টেকনোলজি। বাইকটির সাইড প্যানেলে সাতটি অক্ষর আছে, যা এর পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সাতটি ফিচারকে চিহ্নিত করে।

Matter Aera ডিজাইন

শার্প ডিজাইনের ওপর বিভিন্ন কারুকার্য দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে বাইকটি। এতে রয়েছে এলইডি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প। সাইড কাউলের এমন আকার দেওয়া হয়েছে, যাতে ছোটার সময় বাতাসের বাধা সহজেই অতিক্রম করতে পারে। অন্যান্য ডিজাইন এলিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে মোটর গার্ড, স্প্লিট সিট, এলইডি টেললাইট, এবং পিলিয়ান রাইডারের জন্য স্প্লিট গ্র্যাবরেল। আবার সিঙ্গেল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।

Show Full Article
Next Story