ফর্চুনার গাড়িতেই ধাবা, ভেতরে বসারও ব্যবস্থা, খাবারের লিস্ট দেখলেই জিভে জল আসবে
Royal Enfield Bullet 350 ও Audi-তে করে চা বিক্রির খবর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার আরও এক অদ্ভুত ব্যবসায়ীর খবর ছড়িয়ে...Royal Enfield Bullet 350 ও Audi-তে করে চা বিক্রির খবর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার আরও এক অদ্ভুত ব্যবসায়ীর খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তিনি Toyota Fortuner গাড়িতে নিজস্ব ধাবা চালান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পথচারী মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এমন বেনজির কায়দায় ব্যবসা বলে মনে করছেন নেটিজেনরা। চলুন ‘ফরচুনার ধাবাওয়ালার’ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায়।
Toyota Fortuner হয়েছে রোডসাইড ধাবা
এক ইনস্টাগ্রাম পেইজ থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, পাঞ্জাবের একজন ব্যবসায়ী বিলাসবহুল Toyota Fortuner-এর পেছনে মকাইয়ের (ভুট্টা) রুটি এবং সর্ষের শাক বিক্রি করছেন। জানিয়ে রাখি, এগুলি পাঞ্জাবের অতি জনপ্রিয় খাবার।
পাশাপাশি রাজমা চাউল (রাজমার ঝোলের সঙ্গে সিদ্ধ ভাত), কড়ি চাউল (দই, বেসন এবং বিভিন্ন মশলা মিশিয়ে কড়ি তৈরি করে সিদ্ধ চালের সঙ্গে পরিবেশন), মিস্টি লস্যির মতো খাবারও বিজ্ঞাপনে রেখেছেন তিনি। আকর্ষণের বিষয়, ওই ব্যবসায়ী গাড়ির ভেতরে বসেও ক্রেতাদের ভোজন গ্রহণের অনুমতি দিয়ে থাকেন। এক প্লেট খেতে খরচ ১০০ টাকা।
Toyota Fortuner
এবারে আসা যাক, টয়োটা ফরচুনার-এর প্রসঙ্গে। ওই ব্যক্তি যে মডেলে খাবারের পসরা সাজিয়ে বসে আছেন, সেটি হল ফার্স্ট জেনারেশন ফরচুনার। ২০০৯ এ প্রথম ভারতের বাজারে লঞ্চ হয়েছিল এটি। সে সময় দাম ছিল ২০ লক্ষ টাকা। এই গাড়িটির হাত ধরেই ভারতে জাপানি কোম্পানিটির ভাগ্যের চাকা গতিশীল হয়েছিল। টয়োটার গুণমান এতটাই ভাল যে রাস্তায় বেরোলে আজও ১৪ বছর আগে লঞ্চ হওয়া ফরচুনারের প্রথম মডেলটি হামেশাই দেখা যায়।
প্রসঙ্গত, সম্প্রতি বুলেট চা’ওয়ালা’ নামে এক বিক্রেতার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ৭৫,০০০ টাকার মাসিক বেতনের চাকরি ছেড়ে বুলেট বাইকে চেপে চায়ের ব্যবসা শুরু করেন তিনি। অল্প দিনেই এলাকা ও পথ চলতি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এখন মাস গেলে এক লাখের বেশি রোজগার তার। চায়ের দোকান বাড়িয়ে এখন সেখানে অন্যান্য খাবার জিনিসও বিক্রি করছেন অভিষেক নামে ওই ব্যক্তি।