এক চার্জেই 550 কিমি! Tesla-র আগেই দেশে বিশ্বমানের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল মার্সিডিজ

একদিকে যখন পেট্রোল-ডিজেলের দাম সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ গড়ে তুলছে, অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে বাজারে ঢুকছে...
techgup 18 Sept 2023 11:38 AM IST

একদিকে যখন পেট্রোল-ডিজেলের দাম সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ গড়ে তুলছে, অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে বাজারে ঢুকছে একের পর এক ইলেকট্রিক গাড়ি। অদূর ভবিষ্যতে পরিবেশ দূষণ কমানোর জন্যেও মোদি সরকার বৈদ্যুতিক যানবাহন অধিক গুরুত্ব সহকারে দেখছে। এমন পরিস্থিতিতে মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) এর তরফে ভারতে লঞ্চ করা হল তাদের তৃতীয় বৈদ্যুতিক গাড়ি EQE SUV। যা কেবল EQE 500 4Matic ভ্যারিয়েন্টে উপলব্ধ। EQE SUV রেঞ্জের টপ মডেল এটি।

Mercedes-Benz EQE 500 SUV: ডিজাইন ও স্টাইল

EQE 500 SUV এর ডিজাইনের সম্পর্কে বলতে গেলে মার্সিডিজ বেঞ্জ এর EQ সিরিজের অন্যান্য গাড়িগুলির সঙ্গে অনেকটাই মিল রয়েছে এর। সামনের থেকে পিছন দিক পর্যন্ত চলে গিয়েছে একটানা লম্বা লাইন এবং এই ডিজাইন গাড়িটির এয়ারোডাইনামিকস অনেকটাই উন্নত করতে সাহায্য করে। উপরন্তু এই একই কাজে বাড়তি অক্সিজেন যোগায় সামনের দিকে লাগানো সরু স্টাইলের হেডল্যাম্প ইউনিট। ব্যাটারি চালিত এই এসইউভি গাড়িটি লম্বায় ৪৮৬৩ মিমি এবং এটি ৩০৩০ মিমি লম্বা হুইল বেসের উপর তৈরি।

Mercedes-Benz EQE 500 SUV: কেবিনের ফিচার

বহিরমহল ছেড়ে অন্দরমহলে ঢুকলে প্রথমেই নজরে আসবে EQS এর ন্যায় ৫৬ ইঞ্চির একটি হাইপার স্ক্রিন, যা এক কথায় বেশ আকর্ষণীয়। এটি আদতে একটানা লম্বা একটি গ্লাসের মধ্যেই তিনটি আলাদা ডিসপ্লে। স্বভাবতই এমন ফিচার যথেষ্ট প্রিমিয়াম লুক প্রদান করে। সিটে মেসেজ ও ভাইব্রেশন ফাংশন রয়েছে। এখানেই শেষ নয় EQE SUV এর কেবিনের ভেতরে রয়েছে বিশেষ ধরনের অ্যাম্বিয়েন্ট লাইটিং, Burmester অডিও সিস্টেম, ইনভিজিবল বনেট সিস্টেম এবং ADAS প্রযুক্তি।

Mercedes-Benz EQE 500 SUV: পাওয়ার, স্পিড

টপ মডেল হওয়ার কারণে মার্সিডিজ বেঞ্জ EQE 500 SUV তে অল-হুইল-ড্রাইভ সিস্টেমের সঙ্গে ডুয়েল মোটর সেটআপ যুক্ত। অর্থাৎ একসঙ্গে দুটি মোটর মিলে মোট ৪০৮ বিএইচপি এবং ৮৫৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর ফলে মাত্র ৪.৯ সেকেন্ডের মধ্যেই ০-১০০কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করা যাবে। আর সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ২১০ কিমি।

Mercedes-Benz EQE 500 SUV: ব্যাটারি, রেঞ্জ, দাম

শক্তি ভান্ডার হিসেবে ৯০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। নির্মাতার দাবি অনুযায়ী EQE 500 SUV একবার চার্জ দিলে সর্বোচ্চ ৫৫০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে সক্ষম। সঙ্গে থাকছে ১৭০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট। গাড়িটির দাম রাখা হয়েছে ১.৩৯ কোটি টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story