ক্ষতি হবে 16,500 কোটি টাকা, বিশাল ধাক্কা দিয়ে এই দেশ থেকে ব্যবসা গোটাচ্ছে মার্সেডিজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পুতিনের দেশ ছেড়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থা। বিশেষ করে পাততাড়ি গুটিয়েছে একের পর এক নামী গাড়ি...
techgup 26 Oct 2022 7:23 PM IST

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পুতিনের দেশ ছেড়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থা। বিশেষ করে পাততাড়ি গুটিয়েছে একের পর এক নামী গাড়ি সংস্থা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড মার্সেডিজ-বেঞ্জ (Mercedis-Benz)। আজ সংস্থার তরফে জানানো হয়েছে, রাশিয়ায় তাদের সমস্ত সম্পত্তির মালিকানা স্থানীয় এক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে‌।

প্রসঙ্গত, নিসান, রেনো, টয়োটার পর মার্সেডিজ চতুর্থ গাড়ি নির্মাতা যারা রাশিয়ায় ব্যবসার ঝাঁপ বন্ধ করছে। মস্কোর কারখানা-সহ সমস্ত সম্পত্তি ধরলে জার্মান অটো জায়ান্টটি ২০০ কোটি ইউরো ক্ষতির সম্মুখীন হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। অবশ্য গত মার্চে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পরই সে দেশে গাড়ি উৎপাদন বন্ধ রেখেছিল তারা।

মস্কোর কাছে মার্সেডিজের একমাত্র ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে E-Class সেডান এবং এসইউভি উৎপাদন হয়। কাজ করেন প্রায় ১০০০ কর্মী। জানা গিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সেখানে ৯,৫৫৮ ইউনিট মার্সেডিজ গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে বিক্রিবাটায় ৭০ শতাংশ পতন। যা সংস্থাটির মাথাব্যাথা বাড়িয়েছে৷ মার্সেডিজের রাশিয়ান শাখা বলেছে, সেখানে তাদের শাখা সংস্থার যাবতীয় শেয়ার স্থানীয় এক গাড়ির ডিলার চেইনকে বিক্রি করে দেওয়া হবে।

উল্লেখ্য, হালে রাশিয়া থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিয়েছিল নিসান। মাত্র ১ ইউরোর বিনিময়ে রাশিয়ার এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কারখানা, গবেষণা কেন্দ্র-সহ সমস্ত ফেসিলিটি বিক্রি করেছে তারা। সে দেশে নিসানের ক্ষতির পরিমাণ ৬৮.৭ কোটি ডলার। টাকার অঙ্কে যা ৫,৬৩৯ কোটির অধিক। আবার ফ্রান্সের অটো জায়েন্ট রেনোও রাশিয়াতে তাদের ব্যবসা মাত্র ১ রুবেলের বিনিময়ে বিক্রি করতে বাধ্য হয়েছে। একের পর এক বিদেশি সংস্থার প্রস্থানে পুতিনের চিন্তার ভাঁজ যে বাড়ছে, তা হলফ করে বলাই যায়।

Show Full Article
Next Story