MG 4 EV ইলেকট্রিক গাড়ি 450 কিমি রেঞ্জের সঙ্গে ভারতে আসছে, দাম-ফিচার জেনে রাখুন

এ বছর আসন্ন ভারতের সবচাইতে বড় দুই ও চার চাকার গাড়ি প্রদর্শনী অনুষ্ঠান অটো-এক্সপো-তে ঘিরে অটোমোবাইল কোম্পানিগুলির...
SUMAN 6 Jan 2023 4:42 PM IST

এ বছর আসন্ন ভারতের সবচাইতে বড় দুই ও চার চাকার গাড়ি প্রদর্শনী অনুষ্ঠান অটো-এক্সপো-তে ঘিরে অটোমোবাইল কোম্পানিগুলির উচ্ছ্বাস নজরে পড়ার মতো। বিভিন্ন আকর্ষণীয় মডেলের সম্ভার সাজিয়ে তারা অপেক্ষারত। তবে এবারের প্রদর্শনীতে উন্মোচিত হতে চলা গাড়ির মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক রয়েছে বৈদ্যুতিক মডেল। প্রায় সকল সংস্থায়ী তাদের ঝুলি থেকে কোন না কোন ইলেকট্রিক মডেল হাজির করবে। তেমনই ব্রিটেনের প্রসিদ্ধ অটোমোবাইল সংস্থা এমজি মোটর (MG Motor)-ও তাদের নবীনতম ইলেকট্রিক হ্যাচব্যাক MG 4 EV-এর নয়া সংস্করণের (২০২৩) ঝলক দেখাবে।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে গাড়িটি লঞ্চ হয়েছিল। এবার ভারতে MG 4-এর উন্মোচনের মাধ্যমে গাড়িটির প্রতি ভারতীয় ক্রেতাদের উৎসাহ কতটা, তা যাচাই করবে সংস্থা। এদিকে বিশ্ববাজারে গাড়িটি হল সংস্থার প্রথম বৈদ্যুতিক মডেল যাতে নবনির্মিত ‘ওয়ান প্যাক’ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যাটারির ওজন অনেকটাই কমেছে।

২০২৩ এমজি ৪ হ্যাচব্যাকে ব্র্যান্ডের ফিউচারিস্টিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে পেশীবহুল হুড, ইন্টিগ্রেটেড ডিআরএল সহ সোয়েপ্ট ব্যাক এলইডি হেডলাইট, সিলভার স্কিড প্লেট, একটি স্লোপিং রুফলাইন এবং চওড়া এয়ার ডাম। পিছন দিকে রয়েছে এলইডি টেল লাইট এবং স্প্লিট-টাইপ রুফ মাউন্টেড স্পয়লার।

MG 4-এর আন্তর্জাতিক মডেলটি দুটি ইলেকট্রিক পাওয়ারট্রেনের বিকল্পে অফার করা হয়। ১৬৮ এইচপি মোটরটির সাথে রয়েছে একটি ৫১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এবং ২০১ এইচপি মোটরের সাথে সংযুক্ত একটি ৬৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। প্রথম মডেলটি থেকে এক চার্জে ৩৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে তা ৪৫০ কিলোমিটার। তবে বাস্তবে কিছুটা হেরফের থাকবে।

পাঁচ আসন বিশিষ্ট গাড়িটির ফিচারের মধ্যে রয়েছে অল ব্ল্যাক ড্যাশবোর্ড, প্রিমিয়াম আপহোলস্টেরি, ফুল লেন্থ গ্লাস রুফ, কানেক্টেড কার টেকনোলজি, মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল। এছাড়া উপস্থিত অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে যুক্ত ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। যাত্রী সুরক্ষার জন্য রয়েছে এডিএএস ফাংশন এবং ছয়টি এয়ারব্যাগ। ভারতে গাড়িটির দাম ২৫.৯৩ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Show Full Article
Next Story