MG Air EV: ন্যানোর থেকেও ছোট বৈদ্যুতিক গাড়ি লঞ্চের ভাবনায় এমজি, থাকবে Tata-র ব্যাটারি, রেঞ্জ ও দাম জেনে নিন
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখন সরগরম। দেশী-বিদেশী একাধিক সংস্থার বৈদ্যুতিক গাড়ির মডেল দ্বারা সেজে উঠছে দেশের বাজার।...ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখন সরগরম। দেশী-বিদেশী একাধিক সংস্থার বৈদ্যুতিক গাড়ির মডেল দ্বারা সেজে উঠছে দেশের বাজার। গ্রাহকদের মন কাড়তে আগামীতেও আসবে আরও হরেক রকম গাড়ি। এবারে নিজেদের প্রথম এন্ট্রি লেভেল বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসতে চলেছে এমজি মোটর (MG Motor)। আসন্ন গাড়িটি সম্প্রতি ইন্দোনেশিয়ায় উন্মোচিত সংস্থার সিস্টার ব্র্যান্ড Wuling Air EV-র উপর ভিত্তি করে আসতে চলেছে। এদেশে যার সাংকেতিক নাম E230। সূত্রের খবর পরবর্তী বছরেই বাজারে পা রাখবে MG E230 বা MG Air EV।
MG E230-তে কী কী পরিবর্তন থাকবে?
আন্তর্জাতিক বাজারের Wuling Air EV-র সাথে ভারতীয় E230-র বেশকিছু তফাৎ লক্ষ্য করা যাবে। যেমন ভারতীয় জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে গাড়িটির বাতানুকূল ব্যবস্থা বা এয়ার কন্ডিশন এবং ব্যাটারির তাপ ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তন করা হবে। একটি নতুন নামে এ দেশে আসবে গাড়িটি। তবে আন্তর্জাতিক বাজারের মতো ভারতীয় মডেলেও দুটি দরজা ও একই বক্সি ডিজাইন থাকছে বলে জানা গেছে। ফ্রন্ট ফেসিয়া বরাবর থাকছে লাইট বার, যা ক্রোম স্ট্রিপের মাধ্যমে ORVM-এর সাথে সংযুক্ত থাকবে।
লাইট বারের ঠিক নিচে থাকবে চার্জিং পোর্ট। এতে বর্গাকৃতি হেডল্যাম্প, অ্যাঙ্গুলার ফ্রন্ট বাম্পার, স্লিম ফগ ল্যাম্প ইত্যাদি চোখে পড়বে। গাড়িটির পেছনের দিকে অতি সাধারণ লুক থাকবে। সামনের কাঁচের তলদেশ বরাবর হরাইজন্টাল লাইট বার বিস্তৃত। ভারতীয় মডেলে থাকবে ২,০১০ মিমি হুইলবেস। এর দৈর্ঘ্য ২.৯ মিটার, যা মারুতি অল্টোর তুলনায় ৪০০ মিমি কম। ২০-২৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে এতে, যা ১৫০ কিমি রেঞ্জ দেবে। মোটরের ক্ষমতা হবে ৪০ বিএইচপি।
চীনের বাজারে দুই দরজার বিশিষ্ট গাড়িটি জনপ্রিয়তার শীর্ষে। ভারতে প্রধানত শহুরে রাস্তায় চলাচলের জন্য আনা হতে পারে MG E230। দেশের বাজারে গাড়িটির দাম রাখা হতে পারে ১০ লক্ষ টাকার কাছাকাছি। তেমনটি হলে একটি জীবাশ্ম জ্বালানির গাড়ির তুলনায় দাম অনেকটাই বেশি বলা যেতে পারে। ফিচারের মধ্যে থাকতে পারে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং কানেক্টিভিটি ফিচার্স। গাড়িটির ব্যাটারি যোগান দিতে পারে টাটা অটোকম্প।