MG Astor: পুজো শেষ হতেই বাড়ল গাড়ির দাম

Windsor EV লঞ্চ করে সম্প্রতি খবরের শিরোনামে JSW-MG Motor ইন্ডিয়া। কিন্তু উৎসবের মরসুম শেষ না হতেই সংস্থাটি তাদের গাড়ির...
Shankha Shuvro Sarkar 19 Oct 2024 12:05 PM IST

Windsor EV লঞ্চ করে সম্প্রতি খবরের শিরোনামে JSW-MG Motor ইন্ডিয়া। কিন্তু উৎসবের মরসুম শেষ না হতেই সংস্থাটি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। তবে সব মডেল নয়, শুধু Astor গাড়িটির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই মাস থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে।

Hyundai Creta এর প্রতিদ্বন্দ্বী মাঝারি আকারের এই এসইউভি'র নির্বাচিত ভ্যারিয়েন্টের দাম ২৭,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। Savvy Pro Turbo 1.3 AT Sangria Red, Savvy Pro 1.5 CVT Sangria Red, এবং Savvy Pro 1.5 CVT Ivory সংস্করণ ২৭,০০০ টাকা দামি হয়েছে।

অন্যদিকে, MG Astor এর Sharp Pro 1.5 CVT Ivory, Sharp Pro 1.5 MT Ivory এবং Select 1.5 CVT Ivory ভার্সন কিনতে যথাক্রমে ২৬,০০০ টাকা, ২৪,০০০ টাকা, ও ২১,০০০ টাকা বেশি খরচ হবে। এছাড়াও, Shine 1.5 MT Ivory, এবং Select 1.5 MT ভার্সন কিনতে ২০,০০০ টাকা অতিরিক্ত লাগবে।

MG Astor এর অন্যান্য ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত রয়েছে। মূল্য বাড়লেও গাড়িটিতে কসমেটিক, ফিচার বা কোনও মেকানিক্যাল আপগ্রেড আসেনি। বর্তমানে এই এসইউভি'র দাম ৯.৯৮ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৮.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

Show Full Article
Next Story