দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ির বুকিং 15 মে থেকে শুরু, টেস্ট ড্রাইভ নেবেন নাকি

চলতি সপ্তাহের শুরুতে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ভারতের বাজারে লঞ্চ করেছে Comet EV। বর্তমানে এই বৈদ্যুতিক...
SUMAN 29 April 2023 8:12 PM IST

চলতি সপ্তাহের শুরুতে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ভারতের বাজারে লঞ্চ করেছে Comet EV। বর্তমানে এই বৈদ্যুতিক গাড়িটি দেশের ক্ষুদ্রতম মডেলের তকমা পেয়েছে। আবার সবচেয়ে সস্তার বৈদ্যুতিক গাড়ি হিসেবে লঞ্চ হয়েছে এটি। যার দাম – ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্থানীয় ডিলারশিপ থেকেই গাড়িটির টেস্ট ড্রাইভ নেওয়া যাবে বলে জানালো এমজি।

সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ১৫ মে কমেট ইভি-র বুকিং গ্রহণ শুরু হচ্ছে। ইতিমধ্যেই ডিলারশিপগুলিতে গাড়িটি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১,৬৪০ মিমি ও ১,৫০৫ মিমি। ১২ ইঞ্চি স্টিল হুইলে ছুটবে গাড়িটি। এতে দেওয়া হয়েছে একটি ১৭.৩ কিলোওয়াট ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে ২৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে সংস্থার দাবি।

MG Comet EV ইকো, নরমাল এবং স্পোর্ট – এই তিনটি ড্রাইভ মোড সহ বেছে নেওয়া যাবে। এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে রিয়ার অ্যাক্সেল যুক্ত একটি সিঙ্গেল মোটর। যা থেকে ৪১ এইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার। এতে উপস্থিত একটি ডুয়েল ১০.২৬ ইঞ্চি ফ্লোটিং ডিসপ্লে। যার মধ্যে ভয়েস কমান্ড যুক্ত একটি ইনফোটেনমেন্ট ইউনিট এবং অপরটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল হিসাবে ব্যবহৃত হবে। ড্যাশবোর্ডে টেক্সচার ফিনিশ এবং রোটারি ড্রাইভ সিলেক্টরটি গ্লস ব্ল্যাক দ্বারা ফিনিশিং দেওয়া হয়েছে।

MG Comet EV-এর সামনের সিটে ওয়ান টাচ টাম্বেল এবং ফোল্ড ফিচার দেওয়া হয়েছে। যেখানে পেছনের সিট সমান আনুপাতিক হারে বিভক্ত করা যাবে। মাউন্টেড কন্ট্রোল সহ এতে রয়েছে টু-স্পোক স্টিয়ারিং হুইল। গাড়িটি ৫৫টি কানেক্টেড ফিচার সমেত বেছে নেওয়া যাবে। যেমন ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি। এতে উপস্থিত তিনটি ইউএসবি পোর্ট, ম্যানুয়াল এসি কন্ট্রোল, কিলেস এন্ট্রি, রিভার্স ক্যামেরা সেন্সর, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

Show Full Article
Next Story