MG Comet EV: পরশুদিন লঞ্চ, দেশের ক্ষুদ্রতম বৈদ্যুতিক গাড়ির ফিচার্সে চোখ বুলিয়ে নিন
ভারতের বাজারে এতদিন ক্ষুদ্রতম গাড়ি হিসেবে পরিচিত ছিল টাটা ন্যানো। কিন্তু এবারে ন্যানোর সেই তকমা ছিনিয়ে নিতে আসতে চলেছে...ভারতের বাজারে এতদিন ক্ষুদ্রতম গাড়ি হিসেবে পরিচিত ছিল টাটা ন্যানো। কিন্তু এবারে ন্যানোর সেই তকমা ছিনিয়ে নিতে আসতে চলেছে ইলেকট্রিক গাড়ি MG Comet EV। জন্মসূত্রে ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor) তাদের এই পুঁচকে গাড়িটি আগামী ১৯ এপ্রিল দেশের বাজারে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এদিকে লঞ্চের গাড়িটি বাজারে হৈচৈ ফেলে দিয়েছে। যাকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত নেই। এই প্রতিবেদনে আসন্ন কমেট ইভি-র প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল।
MG Comet EV : ডিজাইন ও ফিচার্স
প্রথমেই আসা যাক গাড়িটির ডিজাইন এবং ফিচারের প্রসঙ্গে। তিন দরজা বিশিষ্ট ইলেকট্রিক মডেলটিতে থাকছে একটি অনন্য ডিজাইন, যা সচরাচর এদেশে উপলব্ধ গাড়িতে দেখতে পাওয়া যায় না। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ২,৯৭৪ মিমি, ১,৬৩১ মিমি, ১,৫০৫ মিমি ও ২,০১০ মিমি। জানা গেছে, এন্ট্রি-লেভেল হওয়া সত্ত্বেও এতে ফিচারে কোন খামতি রাখছে না সংস্থা। যেমন ডুয়েল ১০.২৫ ইঞ্চি স্ক্রিন, একটি টু-স্পোক স্টিয়ারিং হুইল, ডুয়েল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসসি ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।
MG Comet EV : ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স
আসন্ন পুঁচকে বৈদ্যুতিক গাড়িটিতে দেয়া হবে একটি ২০ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা থেকে ২৫০ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পাওয়া যেতে পারে। এগিয়ে চলার শক্তি জোগাতে থাকছে একটি সিঙ্গেল, রিয়ার-অ্যাক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটর। যা থেকে ৪৫ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। তবে এতে ডিসি চার্জিংয়ের কোন বিকল্প থাকবে না বলেই মনে করা হচ্ছে। এটি রেগুলার এসি চার্জারে সম্পূর্ণ চার্জ করতে ৮.৫ ঘন্টা সময় লাগবে।
MG Comet EV : দাম এবং প্রতিযোগিতা
দেশের বৈদ্যুতিক গাড়ির আসরে খেল দেখাতে আসন্ন নতুন সদস্য MG Comet EV-এর উৎপাদনে হাত লাগিয়েছে এমজি মোটর ইন্ডিয়া। আশা করা হচ্ছে, গাড়িটির দাম ১০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কম রাখা হবে। এদেশে Comet EV-এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Tata Tiago EV, Citroen eC3 ইত্যাদি মডেল।