MG Cyberster Electric Sports Car

হাওয়ার সঙ্গে কথা বলবে গাড়ি! ভারতের বাজার কাঁপাতে আসছে দুর্ধর্ষ এমজি সাইবারস্টার

মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে এমজি সাইবারস্টার ইলেকট্রিক গাড়ি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, ২০২৫ সালে ভারতে এই চার চাকা লঞ্চ হবে।

Suvrodeep Chakraborty 2 Dec 2024 6:40 PM IST

ইলেকট্রিক রোডস্টার MG Cyberster লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি গাড়ির টিজার প্রকাশ করেছে MG Motor India। ২০২৫ সালে দেশে এই ইলেকট্রিক গাড়ি আত্মপ্রকাশ করবে। এটি JSW-MG Motor India যৌথ উদ্যোগের প্রথম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। ইতিমধ্যেই দেশে মডেলটি প্রদর্শন করেছে দুই সংস্থা। জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে গাড়ির দাম প্রকাশ করা হবে।

MG Cyberster গাড়ির রেঞ্জ, ব্যাটারি ও গতি

সাইবারস্টার হল MG এর প্রথম ইলেকট্রিক রোডস্টার। গাড়ির ডিজাইন সম্পূর্ণ স্পোর্টস কারের মতো। রয়েছে দুটি সিট ও একটি ডুয়াল-ইলেকট্রিক মোটর সেটআপ। গাড়িটি সর্বাধিক ৫৩৬ হর্সপাওয়ার এবং ৭২৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সংস্থার দাবি অনুযায়ী, মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। এতে রয়েছে ৭৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৫৭৯ কিলোমিটার।

MG Cyberster গাড়ির ডিজাইন ও ফিচার্স

এমজি সাইবারস্টারে রয়েছে তীক্ষ্ণ এক্সটিরিয়র ডিজাইন। এই ইলেকট্রিক রোডস্টারের বিশেষত্ব হল এর প্রজাপতির মতো দরজা। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়াল-টোন ২০ ইঞ্চি অ্যালয় হুইল, তীর-আকৃতির সংযুক্ত টেলল্যাম্প, একটি স্প্লিট ফ্রন্ট বাম্পার এবং ফাংশনাল এয়ার ডাক্ট।

সাইবারস্টার গাড়ির কেবিনে একটি অত্যাধুনিক স্টাইলিং সেটআপ রয়েছে। মিলবে ফ্ল্যাট-বটম টু-স্পোক স্টিয়ারিং হুইল। এছাড়া ফিচার্সের মধ্যে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। গাড়ি সম্পর্কিত আরও ফিচার্স আগামীদিনে প্রকাশ করতে পারে সংস্থা।

Show Full Article
Next Story