ভারতের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িতে 65,000 টাকা ডিসকাউন্ট, কিনবেন নাকি

এমজি মোটর (MG Motor) বছরের শেষান্তে একগুচ্ছ অফার নিয়ে হাজির হল। নিজেদের লাইনআপের সমস্ত মডেলে মোটা ডিসকাউন্ট ঘোষণা করেছে...
SUMAN 10 Dec 2023 9:27 AM IST

এমজি মোটর (MG Motor) বছরের শেষান্তে একগুচ্ছ অফার নিয়ে হাজির হল। নিজেদের লাইনআপের সমস্ত মডেলে মোটা ডিসকাউন্ট ঘোষণা করেছে সংস্থাটি। এ বছরের মতো বিক্রি বাড়ানো ও স্টক খালি করার চেষ্টায় কোনরকম খামতি রাখতে নারাজ তারা। তাই সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেনিফিটের ঘোষণা করেছে এমজি। নতুন বছরের আগে প্রায় প্রতিটি কোম্পানি দরাজ হস্তে ডিসকাউন্ট দিচ্ছে। এবারে সে পথেই হাঁটা শুরু করল এমজি। ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে এই অফার।

এমজি মোটরের ডিসেম্বর ফেস্ট অনুযায়ী, Gloster, Astor ও ZS EV-তে সর্বাধিক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Gloster ও Astor-এ সর্বাধিক এক লক্ষ টাকা স্ট্রেট ডিসকাউন্ট মিলছে। এই মডেল দুটিতে আবার ৫০,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট উপলব্ধ রয়েছে। অন্যদিকে এমজি মোটরের প্রথম ইলেকট্রিক ভেহিকেল ZS EV-তেও এই একই বেনিফিট দেওয়া হচ্ছে।

ডিসেম্বর ফেস্টের আওতাধীন রয়েছে Hector, Hector Plus ও Comet EV মডেলগুলিও। Hector হচ্ছে বর্তমানে এমজি-র বেস্ট সেলিং গাড়ি। এতেও রয়েছে ৫০,০০০ টাকার স্ট্রেট বেনিফিট ও সম পরিমাণ এক্সচেঞ্জ বোনাস। যেখানে ভারতের সবচেয়ে সস্তা ও ছোট বৈদ্যুতিক গাড়ি Comet EV কেনা যাচ্ছে ৬৫,০০০ টাকা ছাড়ে। উল্লেখ্য, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াচ্ছে এমজি মোটর

চলতি মাসের শুরুতেই নতুন বছর থেকে সমস্ত গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে এমজি মোটর। জানুয়ারি থেকে Hector, Hector Plus, Gloster, Astor-এর পাশাপাশি ZS EV ও Comet EV-এর দাম বাড়তে চলেছে। উৎপাদন সহ নানা খরচ বেড়ে যাওয়ার জন্য এবারের মূল্য বৃদ্ধি বলে সাফাই দিয়েছে সংস্থা।

Show Full Article
Next Story