MG Hector: পুজো উপলক্ষ্যে রাতারাতি 1.29 লক্ষ টাকা সস্তা হল গাড়ি, না কিনলে বিরাট লস
ভারতের এই দুর্মূল্যের বাজারে যেখানে প্রায় প্রতিটি অটোমোবাইল কোম্পানি নিজেদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে...ভারতের এই দুর্মূল্যের বাজারে যেখানে প্রায় প্রতিটি অটোমোবাইল কোম্পানি নিজেদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে চলেছে, এমতাবস্থায় সম্পূর্ণ উলট পুরাণ দেখা গেলে এমজি মোটর (MG Motor)-এর কার্যকলাপে। ব্রিটেনের গাড়ি কোম্পানিটি গোটা শিল্পমহলকে তাক লাগিয়ে MG Hector-এ ব্যাপকভাবে দাম কমানোর কথা ঘোষণা করল। পেট্রোল-ডিজেল ভ্যারিয়েন্ট অনুযায়ী ২৯,০০০ থেকে ১.২৯ লক্ষ টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই গাড়ি।
MG Hector ভ্যালু ফর মানির জন্য বরাবর সুখ্যাত। কিন্তু উৎসবের মরসুমের আগে গাড়িটির মূল্যে এই পতন গোটা দেশবাসীকে তাজ্জব করেছে। পেট্রোল হোক বা ডিজেল মডেল, সব ভার্সনেই সংস্থার হৃদ্যতার পরিচয় পাওয়া গিয়েছে। গাড়িটির ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের ক্ষমতা যথাক্রমে ১৭০ পিএস ও ৩৫০ এনএম এবং ১৫০ পিএস ও ২৫০ এনএম। পেট্রোল ভার্সন রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
MG Hector : ফিচার্স
MG Hector-এর ইন্টেরিয়রে নতুন ব্ল্যাক ও হোয়াইট ডুয়েলটোন থিমের দেখা মেলে। ১৪ ইঞ্চি পোট্রেট টাচস্ক্রিন, নতুন ডিজাইনের এয়ারকন ভেন্ট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংও আখে। নতুন গিয়ার লিভার এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক সমেত নয়া সেন্টার কনসোল উপস্থিত। এছাড়াও, আছে দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS) প্রযুক্তি। যার আওতাভুক্ত লেন কিপ অ্যাসিস্ট, এমারজেন্সি ব্রেকিং সহ ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট এবং হাই-বিম অ্যাসিস্ট।
MG Hector : ইঞ্জিন স্পেসিফিকেশন
পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে দেখা যাবে, এমজি হেক্টর ১.৫ লিটার পেট্রোল এবং ২.০ লিটার ডিজেল ইঞ্জিন অপশনে উপলব্ধ। ১.৫ লিটার পেট্রোল মোটর থেকে সর্বোচ্চ ১১৪ হর্সপাওয়ার এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যায়। যেখানে ডিজেল মডেল থেকে উৎপন্ন হয় ১৬৮ বিএইচপি ক্ষমতা এবং ৩৫০ এনএম টর্ক।