Tata Motors-এর বৈদ্যুতিক গাড়িকে চ্যালেঞ্জ ছুঁড়ে জুনের আগেই ভারতে নতুন EV লঞ্চ করবে MG

এমজি মোটর (MG Motor) ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। এদেশে সংস্থাটি তাদের সবচেয়ে...
SUMAN 19 Oct 2022 9:30 AM IST

এমজি মোটর (MG Motor) ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। এদেশে সংস্থাটি তাদের সবচেয়ে সস্তার ব্যাটারি চালিত পুচকে গাড়ি লঞ্চের কথা নিশ্চিত করল। যেটি ২০২৩-এর এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে পা রাখবে। যার নামকরণ MG City EV হবে বলে মনে করা হচ্ছে। নাম শুনেই বোঝা যাচ্ছে গাড়িটি শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত মডেল হিসেবে আসবে। এর দাম ১১ থেকে ১৫ লক্ষ টাকা রাখা হতে পারে। দামের বিচারে গাড়িটি বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি সংস্থা টাটা মোটরস (Tata Motors)-কে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করবে।

কারণ Tata Nexon EV, Tigor EV, Tiago EV – গাড়িগুলির দাম ৮.৪৯ থেকে ১৭.৫০ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে। এই প্রসঙ্গে এমজি মোটর ইন্ডিয়া সভাপতি এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব ছাবা বলেন, “গাড়ির দাম কম রাখতে সংস্থা স্থানীয় বিক্রেতাদের থেকে ব্যাটারি সংগ্রহ করবে।” সংস্থার উদ্দেশ্য যাতে ভারতীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে গাড়িটি তুলে দেওয়া যায়। এরপর বিভিন্ন ব্যাটারির রসায়ন এবং চার্জিং সমাধান নিয়ে সংস্থা পরীক্ষা করে দেখবে কোন প্রযুক্তিটি ভারতীয় বাজারের জন্য সর্বশ্রেষ্ঠ।

ব্রিটিশ গাড়ি নির্মাতা এমজি মোটর একাধিক টেকনিক্যাল স্টার্টআপ সংসার সাথে গাঁটছড়া বেঁধেছে যাতে আরও উন্নত রসায়নের ব্যাটারি এবং চার্জিং সমাধান দেশীয় গ্রাহকদের অফার করা যায়। সংস্থার আশা তাদের নতুন MG City EV ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে। এদেশে গাড়িটি সংস্থার গুজরাটের কারখানায় তৈরি করা হবে।

সংস্থাটি MG City EV-র মাসিক উৎপাদন ২০২৩-এর মধ্যে বাড়িয়ে ২০০০-৪০০০ ইউনিট করার পরিকল্পনা করছে। বর্তমানে গাড়িটির মাসিক ৩০০ থেকে ৫০০ ইউনিট প্রোডাকশনের সক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, আসন্ন মডেলটির প্রসঙ্গে বললে এটি চীনের বাজারে বিক্রিত Wuling Air EV-এর উপর ভিত্তি করে আসতে চলেছে। এতে ২০ থেকে ২৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। যা গাড়িটিকে ১৫০ কিমি রেঞ্জ পেতে এবং ৪০ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সহায়তা করবে।

Show Full Article
Next Story