সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি আনতেই ঘুরে গেল ভাগ্যের চাকা, একলাফে 25% বিক্রি বাড়ল এই সংস্থার
মে’তে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি তথা ক্ষুদ্রতম চারচাকা লঞ্চ করে দেশবাসীকে চমকে দিয়েছিল এমজি মোটর (MG Motor)।...মে’তে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি তথা ক্ষুদ্রতম চারচাকা লঞ্চ করে দেশবাসীকে চমকে দিয়েছিল এমজি মোটর (MG Motor)। হাতেনাতে যার সুফল পেল তারা। ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে গত মাসে এদেশে তাদের গাড়ি বিক্রি একলাফে ২৫% শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে এমজি জানিয়েছে যে, গত মাসে তারা ৫,০০০-এর বেশি গাড়ির চাবি ভারতীয়দের হাতে তুলে দিতে পেরেছে।
মে’তে MG Motor-এর বিক্রি 25 শতাংশ বৃদ্ধি পেল
২০২৩ সালের মে মাসে এমজি মোটর ইন্ডিয়া ভারতে মোট ৫,০০৬ ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ, ২০২২-এর ওই সময়ে সংস্থাটির বেচাকেনার পরিমাণ ছিল ৪,০০৮ ইউনিট। অর্থাৎ এক বছরের ব্যবধানে তাদের বিক্রি বৃদ্ধির হার দুই সংখ্যায় পৌঁছেছে।
আবার এ বছরের শুরুতে MG Hector ও Hector Plus SUV-এর নয়া ভার্সন লঞ্চের কারণেও বিক্রিতে অগ্রগতি ঘটেছে। এটিই ছিল এদেশে সংস্থার প্রথম মডেল। ২০১৯-এ এই গাড়িটির হাত ধরেই ভারতে এমজি পদার্পণ করেছিল। এখনও পর্যন্ত গাড়িটি সংস্থার বেস্ট-সেলিং মডেলের তকমা ধরে রেখেছে।
এদেশে এমজি-র পাঁচটি মডেলের মধ্যে দুটি হল বৈদ্যুতিক গাড়ি। গত মাসে সংস্থাটি তিন দরজা এবং চার আসন বিশিষ্ট Comet EV লঞ্চ করেছে। ৭.৯৮ লাখ টাকা এক্স-শোরুম মূল্যের কারণে এটি সর্বাধিক সাশ্রয়কারী ইভি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ZS EV-র পর এদেশে এমজি-র দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি এটি। Comet EV ও Hector ছাড়া বর্তমানে এমজি-র পোর্টফোলিওতে রয়েছে – ZS EV, Gloster এবং Astor।