MG Windsor EV

টাটার রাজত্ব শেষ! টানা দু'মাস দেশের সেরা বৈদ্যুতিক গাড়ির খেতাব জিতে নিল এই ইভি

ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা, মাহিন্দ্রাদের দুরমুশ করে সেরা গাড়ির তকমা ছিনিয়ে নিল MG Windsor EV। ভারতীয় সংস্থা JSW এর...
Suvrodeep Chakraborty 3 Dec 2024 6:27 PM IST

ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা, মাহিন্দ্রাদের দুরমুশ করে সেরা গাড়ির তকমা ছিনিয়ে নিল MG Windsor EV। ভারতীয় সংস্থা JSW এর সঙ্গে গাঁটছড়া বাঁধতেই যেন ট্র্যাকে ফিরেছে MG Motor। গত মাসে গাড়ির ৩,১৪৪টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। নভেম্বরে মোট বিক্রি হওয়া যাত্রীবাহী ইলেকট্রিক গাড়ির বাজারে যা ৩০ শতাংশ। কিন্তু কী এমন রয়েছে এই গাড়িতে যে এক মাস নয়, পর পর দু’মাস সেরা ইভির খেতাব পেল উইন্ডশোর ইভি? আসুন জানা যাক।

MG Windsor ইভির বৈশিষ্ট্য ও দাম

এই ইভিতে রয়েছে ৩৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ৩৩২ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। গাড়িটি সর্বাধিক ১৩৬ পিএস শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। রয়েছে আইপি৬৭ রেটিং। দাম ৯.৯৯ লাখ টাকা থেকে শুরু। তবে এই গাড়ি রেন্টাল প্রোগ্রামের মাধ্যমেও ব্যবহার করা যাবে। এর জন্য বিশেষ ব্যাটারি অ্যাস এ সার্ভিস প্রোগ্রাম এনেছে এমজি। যেখানে প্রতি কিমিতে ভাড়া ৩.৫ টাকা। তবে শর্তাবলি যাচাই করে নেওয়া উচিত। আর যারা ব্যাটারি-সহ পুরো গাড়িটি একবারে কিনতে চান তাহলে খরচ করতে হবে ১৩.৫০ লাখ টাকা।

গাড়িটি চারটি এক্সটিরিয়র পেইন্ট-সহ উপলব্ধ - স্টারবার্স্ট ব্ল্যাক, পার্ল হোয়াইট, ক্লে বেইজ এবং ফিরোজা গ্রিন। গাড়িটি প্রথম প্রথম যারা কিনবেন তাদের জন্য আজীবন ব্যাটারি ওয়ারেন্টি অফারও রয়েছে। উপরন্তু, ক্রেতারা MG অ্যাপ দ্বারা eHUB-এর মাধ্যমে এক বছরের জন্য কমপ্লিমেন্টারি পাবলিক চার্জিং অ্যাক্সেসও লাভ করতে পারেন।

প্রসঙ্গত, ২০২৩ এর নভেম্বরের তুলনায় গাড়ির বিক্রি বেড়েছে ২০ শতাংশ। JSW MG Motor India উক্ত মাসে মোট ৬,০১৯টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে ৭০ শতাংশ অবদান দুই সংস্থার যৌথ উদ্যোগ নিউ এনার্জি ভেহিকেল (NEV) পোর্টফোলিও।

Show Full Article
Next Story