Tata-কে টেক্কা দিতে লঞ্চ হল দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ি, লাইফটাইম ওয়ারেন্টি, সঙ্গে প্রথম বছর চার্জিং ফ্রি

JSW MG Motor India আজ ভারতের প্রথম CUV (ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল) লঞ্চ করল। নতুন গাড়িটির নাম Windsor EV। এটি স্পোর্টস...
SUMAN 11 Sept 2024 4:28 PM IST

JSW MG Motor India আজ ভারতের প্রথম CUV (ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল) লঞ্চ করল। নতুন গাড়িটির নাম Windsor EV। এটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের প্র্যাকটিক্যালিটি ও সেডানের কনফোর্ট অফার করবে। দাম রাখা হয়েছে 9.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে ব্যাটারির খরচ আলাদা করে দিতে হবে। ইউনিক ওনারশিপ প্রোগ্রামের আওতায় বিক্রি হবে JSW Windsor EV।

MG Windsor EV - ব্যাটারি অ্যাজ আ সার্ভিস, ফ্রি চার্জিং, ও বাইব্যাক প্ল্যান

কোম্পানি এই বৈদ্যুতিক গাড়ির দাম 9.99 লাখ টাকা রাখলেও, ব্যবহরকারীদের কিলোমিটার পিছু 3.5 টাকা দিতে হবে। আবার প্রথম ক্রেতাদের জন্য লাইফটাইম ব্যাটারি ওয়্যারেন্টি অফার করা হচ্ছে। যদিও ঠিক কতজন এই সুবিধা পাবে তা অজানা। Windsor EV ব্যবহারকারীরা প্রথম বছর ফ্রি-তে পাবলিক চার্জিং স্টেশনে গাড়ি চার্জ দিতে পারবেন। 3-60 বাইব্যাক প্ল্যান লঞ্চ করেছে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া। এতে 3 বছর/45,000 কিমি চালিয়ে বিক্রি করলেও মূল দামের 60 শতাংশ ফেরত পাওয়া যাবে।

আরও পড়ুন : প্রতিদিন 2 জিবি ডেটা, Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা প্ল্যান দেখে নিন

MG Windsor EV ব্যাটারি, মোটর, রেঞ্জ

এই ইলেকট্রিক গাড়িতে IP67 সার্টিফায়েড PMS মোটর রয়েছে। এটি 38 কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে। এমজি উইন্ডসর ইভি চারটি ড্রাইভিং মোড (ইকো+, ইকো, নর্মাল, ও স্পোর্ট) অফার করবে। পিক আউটপুট 136 হর্সপাওয়ার ও 200 এনএম। গাড়িটি ফুল চার্জে 331 কিলোমিটার চলবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : অপেক্ষার অবসান, Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি আসছে জানুয়ারিতে, 500 কিমি চলবে ফুল চার্জে

MG Windsor EV ফিচার্স

নতুন গাড়িটি প্রচুর হাই-টেক ফিচার্সে সমৃদ্ধ। 8.8 ইঞ্চি ড্রাইভার ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সহ 15.6 ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, লেভেল-টু ADAS (অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম), 360 ডিগ্রি ক্যামেরা, 9 স্পিকার সাউন্ড সিস্টেম, PM2.5 এয়ার ফিল্টার, ছ'টি এয়ারব্যাগ, ESC, প্রভৃতি রয়েছে। গাড়িটির কানেক্টেড ফিচার্সের সংখ্যা আশির বেশি ও বুট স্পেস 600 লিটার।

Show Full Article
Next Story