MG ZS EV: রাতারাতি প্রায় 4 লাখ টাকা সস্তা হল এই গাড়ি! খুশিতে পাগল জনতা, কিনবেন নাকি
ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত এমজি মোটর (MG Motor)। ইদানিং Tata Motors-এর অন্যতম...ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত এমজি মোটর (MG Motor)। ইদানিং Tata Motors-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তারা। এদেশের বাজারে নিজেদের খুঁটি শক্তপোক্ত করতে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে তারা। ভারতে তাদের প্রথম ব্যাটারি গাড়ি ZS EV-এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট লঞ্চ করে চমকে দিয়েছে এমজি। নয়া ট্রিমের নাম MG ZS EV Executive। আগের বেস ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ৪ লাখ টাকা সস্তা এটি। নয়া মডেলটির দাম রাখা হয়েছে ১৮.৯৮ লাখ টাকা (এক্স-শোরুম)।
নতুন বেস ভার্সন আগমনের ফলে ভারতে MG ZS EV-এর দাম একলাফে অনেকটাই কমেছে। নতুন ভ্যারিয়েন্ট যোগ হওয়ার ফলে এবার থেকে গাড়িটি মোট চারটি ট্রিমে বেছে নেওয়া যাবে - Executive, Excite, Exclusive ও Exclusive Pro। জানিয়ে রাখি, Executive ট্রিম লঞ্চের আগে বেস মডেল Excite-এর দাম ছিল ২২.৮৮ লাখ টাকা (এক্স-শোরুম)। ফলে ৩.৯০ লাখ টাকা সস্তা হয়েছে মডেলটি।
নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও চার্জিং অপশন একই রয়েছে
MG ZS EV-এর এক্সিকিউটিভ ট্রিমে রয়েছে ৫০.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। ফুল চার্জে যা ৪৬১ কিলমিটার রেঞ্জ প্রদান করবে। ফ্রন্ট অ্যাক্সেলের সাথে সিঙ্গেল ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ১৭৪ বিএইচপি ও ২৮০ এনএম টর্ক উৎপন্ন হবে। একটি ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জার দ্বারা ব্যাটারি ০-৮০% চার্জ এক ঘন্টায় হয়ে যাবে। এছাড়া থাকছে ৭.৪ কিলোওয়াট চার্জার অপশন, যা দিয়ে ৮.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে।
অন্যান্য গাড়ির দামেও কাটছাঁট
ZS EV-এর পাশাপাশি ভারতের বাজারে বিক্রিত অন্যান্য গাড়ির দামও কমিয়েছে এমজি মোটর। যেমন Comet EV-এর দাম এখন শুরু ৬.৯৯ লাখ টাকা থেকে। এটি বর্তমানে দেশের সবচেয়ে সস্তা ইভি। আবার MG Hector SUV-র মূল্য এখন শুরু হচ্ছে ১৪.৯৪ লাখ থেকে। ক্রসওভার Astor ও Gloster SUV এখন কিনতে খরচ পড়বে যথাক্রমে ৯.৯৮ লাখ ও ৩৭.৪৯ লাখ। উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।