ভোটের আগে মোদি সরকারের নয়া চমক! 50,000 টাকা দেবে বৈদ্যুতিক গাড়ি কিনতে

৩১ মার্চ দেশ জুড়ে সমাপ্ত হচ্ছে ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া বা ফেম-২...
SUMAN 15 March 2024 7:56 PM IST

৩১ মার্চ দেশ জুড়ে সমাপ্ত হচ্ছে ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া বা ফেম-২ (FAME II) প্রকল্পের মেয়াদ। এতে করে বহু সম্ভাব্য ক্রেতা ও বিক্রেতাদের কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। ভর্তুকি তুলে দেওয়ার ফলে বেচাকেনায় প্রভাব পড়ার আশঙ্কা থেকেই এমন অবস্থা। কিন্তু এখানে পরিস্থিতিতে আশার আলো দেখালো কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই)।

মোবিলটি প্রমোশন স্কিম ২০২৪ বা ইএমপিএস ২০২৪ নামে একটি নতুন প্রকল্প নিয়ে এলো কেন্দ্র। এই প্রকল্পের আওতায় ৫০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এর মেয়াদ ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, ২০২৪। অর্থাৎ ফেম-২ প্রকল্প শেষ হওয়ার পরের দিন থেকে চার মাস এই প্রকল্পের আওতায় ইলেকট্রিক যানবাহনে ভর্তুকি দেবে কেন্দ্র। জানানো হয়েছে, কেবল বৈদ্যুতিক দুই ও তিন চাকার গাড়িতেই মিলবে আর্থিক লাভ।

ইএমপিএস ২০২৪ চালু করল কেন্দ্র

ইএমপিএস ২০২৪-এর আওতায় ইলেকট্রিক টু হুইলারের মডেল পিছু ১০,০০০ টাকা এবং ছোট ইলেকট্রিক থ্রি হুইলারে (ই রিক্সা এবং ই কার্ট) ২৫,০০০ টাকার ইন্সেন্টিভ দেওয়া হবে। আবার বড় ব্যাটারি চালিত তিন চাকার গাড়িতে মিলবে ৫০,০০০ টাকার ভর্তুকি। একটি বিবৃতি প্রকাশ করে ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে প্রায় ৩.৩ লক্ষ টু হুইলার এবং ৩১,০০০ ইলেকট্রিক থ্রি হুইলারে ভর্তুকি দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা। তবে সেই সমস্ত ভেহিকেলেই এই অফার মিলবে, যেগুলিতে অ্যাডভান্সড ব্যাটারি ফিট করা হয়েছে।

দেশের মানুষ যাতে বেশি পরিমাণে ব্যাটারি গাড়ি কেনেন সেজন্য ফেম-২ প্রকল্পের আওতায় ভর্তুকি দিয়ে আসছিল কেন্দ্র। এ বছর ফেব্রুয়ারিতে এই প্রকল্পে ১০,০০০ কোটি থেকে বাড়িয়ে ভর্তুকি পরিমাণ ১১,৫০০ কোটি টাকা করার কথা ঘোষণা করেছিল সরকার। ইলেকট্রিক টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলারে ৭,০৪৮ কোটি টাকা অর্থ ভর্তুকির জন্য বরাদ্দ ছিল।

Show Full Article
Next Story