Car Care Tips: বর্ষায় গাড়ির ভিতরে ভ্যাপসা গন্ধ? এই পাঁচ সহজ উপায়ে হবে মুশকিল আসান

আজকের দিনে দাড়িয়ে বহু মানুষ রয়েছেন, যাদের কাজের তাগিদে দিনের বেশিরভাগ সময় নিজের গাড়ির মধ্যেই কেটে যায়। সে কারণে মজা করে বলা হয় গাড়ি তাদের…

আজকের দিনে দাড়িয়ে বহু মানুষ রয়েছেন, যাদের কাজের তাগিদে দিনের বেশিরভাগ সময় নিজের গাড়ির মধ্যেই কেটে যায়। সে কারণে মজা করে বলা হয় গাড়ি তাদের ‘দ্বিতীয় বাড়ি’। ঠিক এই কারণেই গাড়ির কেবিনটিকে সুন্দর করে গুছিয়ে রাখাটাও একান্ত জরুরী। প্রতিদিনের অফিসে যাওয়াই হোক কিংবা সপ্তাহান্তের লং-ড্রাইভ, একটি পরিষ্কার ঝকঝকে কেবিন, সারা রাস্তায় আপনার মেজাজকে ফুরফুরে রাখবে। কিন্তু বর্ষার মরসুমে গাড়ির অন্দরমহলে নোংরা জল কাদা ঢুকে ভ্যাপসা দুর্গন্ধ ছড়াতে পারে। ফলে এই দিনগুলিতে গাড়ির অতিরিক্ত যত্ন দরকার। তাই এই প্রতিবেদনে পাঁচটি এমন পদ্ধতির সন্ধান রইল, যা অনুসরণ করে আপনার ‘দ্বিতীয় বাড়ির’ অন্দরমহল থাকবে পুরো সতেজ।

১. গাড়ির কেবিনে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মূল কারণ হল ভেতরের অংশে হওয়া চলাচল স্তব্ধ হয়ে যাওয়া। আসলে গাড়ির ভেতরের অংশে ব্যবহৃত পদার্থগুলিরও বাইরের তরতাজা হওয়া প্রয়োজন। বিশেষত গাড়ির মধ্যে বসে খাওয়া-দাওয়া কিংবা ধূমপান করলে। তাই গাড়ি চালানো শুরুতেই যদি জানলা খানিকক্ষণ খোলা রাখা হয় তবে বাইরের উন্মুক্ত হওয়া আপনার গাড়ির কেবিনে সহজেই প্রবেশ করতে পারবে।

২. সমস্ত গাড়ির মধ্যেই এয়ারকন্ডিশন সিস্টেমের সঙ্গে ‘রি-সার্কুলেট’ বোতাম দেওয়া থাকে। যখন বাইরের উন্মুক্ত হওয়া আপনার কেবিনে প্রবেশ করাতে চান তখন এই বোতামটি অফ রাখুন। অন্য দিকে বাইরের দুর্গন্ধযুক্ত হওয়াকে রোধ করতে বোতামটি অন রাখুন। এই প্রক্রিয়া আপনার গাড়ির ভেতরের বাতাসকে দীর্ঘ সময় দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করবে।

৩. গাড়ির ভেতরে প্রত্যেকটি খাঁজ যুক্ত স্থানে সহজেই ধূলিকণা কিংবা খাবারের অংশ প্রবেশ করে। আর বেশিরভাগ গাড়ির মালিক এই ব্যাপারে অসচেতন থাকেন। প্রতি পনেরো দিন অন্তর গাড়ির ফ্লোরবোর্ডে থাকা ম্যাট এবং প্রতিটি জায়গা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত।

৪. একটি গাড়ির সব আসন সরিয়ে সম্পূর্ণপরিষ্কার করা সহজ কাজ নয়। এই কাজে দক্ষ কেউ ছাড়া তা করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই প্রতি ছয় মাস অন্তর দক্ষ কোন ব্যক্তিকে দিয়ে গাড়ির কেবিনের প্রত্যেকটি অংশ খুঁটিয়ে পরিষ্কার করানো উচিত। কারণ সিটের নিচে থাকা অংশগুলিতে আমাদের অজান্তেই পড়ে থাকে খাবার কিংবা কোন পচনীয় বস্তুর অংশ, যা থেকে তৈরি হয় দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস।

৫. আজকের দিনে দাঁড়িয়ে গাড়িতে ব্যবহৃত সুগন্ধি প্রস্তুতকারক সংস্থা নেহাত কম নয়। বিভিন্ন সংস্থা তাদের প্রস্তুত দ্রব্যের সম্ভার নিয়ে হাজির। সেখান থেকে আপনার পছন্দমত সুগন্ধি কিনে গাড়ির কেবিনে রাখুন। তবে উগ্র সুগন্ধি থেকে দূরে থাকুন। এগুলি থেকে অনেকের মাথা ব্যথার সমস্যা দেখা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন