ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ককে নতুনভাবে সজ্ঞায়িত করবে, তিন চাকা বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে ভারতীয় সংস্থা
চেন্নাইয়ের মুরুগাপ্পা গোষ্ঠীর (Murugappa Group) অধীনস্থ ইলেকট্রিক ভেহিকেল তৈরির শাখা মোন্ত্রা-ইলেকট্রিক...চেন্নাইয়ের মুরুগাপ্পা গোষ্ঠীর (Murugappa Group) অধীনস্থ ইলেকট্রিক ভেহিকেল তৈরির শাখা মোন্ত্রা-ইলেকট্রিক (Montra-Electric) ভারতে শীঘ্রই বৈদ্যুতিক তিন চাকার গাড়ি নিয়ে আসতে চলেছে। সংস্থা সূত্রে খবর, Montra-Electric 3W ভারতের ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারের সংজ্ঞা বদলে দেবে। ইতিমধ্যেই তারা আসন্ন গাড়িটির দুটি টিজার ছবি প্রকাশ করেছে। একটিতে ডিজাইনের নকশা চিত্র, অপরটিতে অন্ধকার অবস্থায় গাড়ির সামনের অংশটি দেখানো হয়েছে। সংস্থার দাবি, এটি ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ককে নতুন ভাবে সজ্ঞায়িত করবে।
বাজারে Montra-Electric 3W লঞ্চের সময়সূচি সম্পর্কে কোন বার্তা দেয়নি সংস্থা। শুধু বলা হয়েছে তাড়াতাড়ি বাজারে লঞ্চ করা হবে গাড়িটি। নকশাচিত্র দেখে ধারনা করা হচ্ছে ডিজাইনের দিক থেকে এটি যথেষ্ট আকর্ষণীয় হবে। তবে ডিজাইন স্কেচের সাথে প্রোডাকশন মডেলের তারতম্য থাকতে পারে। ছবিতে দেখা গিয়েছে গাড়িটির সামনে দু’পাশে দুটি ইন্ডিকেটর রয়েছে। আবার এগুলি হেডলাইট, টার্ন ইন্ডিকেটর অথবা এলইডি ডিআরএল-ও হতে পারে।
চিরাচরিত থ্রি হুইলারের মতো সিমনের ফেন্ডারের সাথে যুক্ত যে একটি বড় হেডলাইটের দেখা মিলবে না, তা নিশ্চিত ভাবে বলা যায়। কারণ প্রকাশ হওয়া দুটি ছবিতেই তার কোনো আভাস মেলেনি। তবে হেডলাইট ছাড়া গাড়ির বাকি অংশ প্রথাগত তিন চাকার গাড়ির মতোই দেখতে।
সংস্থাটি জানিয়েছে, আসন্ন ইলেকট্রিক থ্রি-হুইলারের একটি বোল্ড ডিজাইন থাকবে। এছাড়া উন্নত ফিচার, একটি শক্তিশালী মোটর ও আরও অন্যান্য বৈশিষ্ট্য সহ হাজির হবে গাড়িটি। তারা এও জানিয়েছে, তাদের চেন্নাইয়ের TI Clean Mobility নির্মাণ কেন্দ্রে বিশ্বমানের তিন চাকার গাড়িগুলির ডিজাইন এবং প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে। মোন্ত্রা-ইলেকট্রিকের বক্তব্য গাড়িগুলি নতুন প্রজন্মের ডিজাইন, দৃঢ় মানের নির্মাণ এবং অপ্রতিদ্বন্দ্বী শক্তি ও পারফরম্যান্স সহ আসবে।