গত মাসে বাজারে এসে হইচই ফেলে দিয়েছে ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল বাজাজ ফ্রিডম (Bajaj Freedom)। গুজরাত ও মহারাষ্ট্র, কেরল, ও দিল্লির পর এখন কর্ণাটকে পাওয়া যাচ্ছে বাইকটি। আবার স্বাধীনতা দিবসের আগে ফ্রিডম মডেলটি ৭৭টি শহরে লঞ্চের পরিকল্পনা করছে বাজাজ। শুনলে অবাক হবেন, ফ্রিডমের থেকেও সস্তায় আরও একটি সিএনজি বাইক বাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে তারা।
সম্প্রতি ক্যামোফ্ল্যাজ করা অবস্থায় একটি বাইক রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে। এটি ফ্রিডমের লো-কস্ট ভার্সন বলে দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে। খরচ কমাতে বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। যেমন হেডলাইটের জন্য নতুন ব্র্যাকেট লক্ষ্য করা যায়। ফ্রিডমে এলইডি হেডল্যাম্প থাকলেও নতুন মডেলে হ্যালজেন ইউনিট রয়েছে বলে মনে করা হচ্ছে।ডিজাইনের নিরিখে মাডগার্ডটিও খুব সিম্পল।
বাজাজ ফ্রিডমের বর্তমান মডেলে যেখানে টেলিস্কোপিক ফর্ক একটি কভারে ঢাকা, সেখানে নতুন সিএনজি মোটরসাইকেলটিতে আরও সাধারণ ও সাশ্রয়ী ফর্ক গেইটার যুক্ত করা হয়েছে। বাইকে সিঙ্গেল টোন কালার উপস্থিত, যেখানে বাজাজ ফ্রিডমে ডুয়েল টোন কালার রয়েছে। স্টাইলিশ লুকস আনতে আকর্ষণীয় গ্রাফিক্স মিলবে বলে আশা করা যায়। এছাড়া, আপকামিং বাইকটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।
জানিয় রাখি, বাজাজ ফ্রিডম সিএনজি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ড্রাম অর্থাৎ বেস ভার্সনের দাম ৯৫,০০০ টাকা। অন্যদিকে, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি মডেল কিনতে যথাক্রমে ১,০৫,০০০ টাকা এবং ১,১০,০০০ টাকা (এক্স-শোরুম) খরচ হবে। এতে ১ কেজি সিএনজি ট্যাঙ্ক রয়েছে, যা ফুল থাকলে ২০২ কিমি পর্যন্ত দৌড়তে পারবে। আর ২ লিটার পেট্রল ট্যাঙ্ক থেকে মোট ১৩০ কিমি মাইলেজ পাওয়া যাবে। দুই জ্বালানি মিলিয়ে ৩৩০ কিমি পর্যন্ত চালানো যাবে বলে দাবি কোম্পানির।