হিরো বা হোন্ডা নয়, হাই-মাইলেজের একমাত্র এই বাইক সবথেকে সস্তায় ABS ফিচার দিচ্ছে

অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) একটি মোটরসাইকেলের হার্ডওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ। দাম কমানোর জন্য বাজেট বাইকগুলি এই বৈশিষ্ট্যটি এড়িয়ে যায়। তবে হোন্ডা, বাজাজ এবং হিরোর মতো টু-হুইলার নির্মাতারা তাদের এন্ট্রি-লেভেল বাইকেও অফার করে এবিএস।

Suvrodeep Chakraborty 25 Nov 2024 8:28 PM IST

বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকলে রাইডিংয়ের সময় নিশ্চিন্ত থাকা যায়। কারণ এটি সাধারণ ব্রেকিংয়ের তুলনায় উন্নত এবং কার্যকর। পিচ্ছিল রাস্তা হোক বা পাথুরে জমি সব পরিস্থিতিতেই নিরাপদে বাইক চালানো যায়। যেহেতু এই বৈশিষ্ট্য তুলনামূলক দামি, তাই সংস্থাগুলি তাদের এন্ট্রি লেভেল বাইকে এবিএস বৈশিষ্ট্য এড়িয়ে যায়। তবে চিন্তা নেই, হিরো, বাজাজ ও হোন্ডার বেশ কিছু সস্তা মডেল রয়েছে যেখানে অ্যান্টি লক ব্রেকিং পাওয়া যাবে।

সবথেকে সস্তা এবিএসযুক্ত বাইক

বাজাজ প্লাটিনা ১১০

বাজাজ প্ল্যাটিনা ১১০-এ রয়েছে ১১৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৮.৪৮ হর্সপাওয়ার এবং ৯.৪১ এনএম পিক টর্ক উৎপন্ন করতে পারে। বাইকের উভয় প্রান্তে রয়েছে ড্রাম ব্রেক। এটির নন-এবিএস ভ্যারিয়েন্টের দাম ৬৮,৯৯৮ টাকা (এক্স-শোরুম)। আর এবিএস ভ্যারিয়েন্টের দাম ৭৯,৭১৫ টাকা (এক্স-শোরুম)।

হোন্ডা ইউনিকর্ন

হোন্ডা ইউনিকর্নে রয়েছে ১৬২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ১২.৭৩ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে বাইকের ইঞ্জিন। এই মডেলে সিঙ্গেল চ্যানেল অর্থাৎ একটা চাকাতেই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে। বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। এটির দাম ১.১১ লাখ টাকা (এক্স-শোরুম)। বাইকের মাইলেজ ৬০ কিমি প্রতি লিটার।

হিরো এক্সট্রিম ১২৫আর

হিরো এক্সট্রিম ১২৫আর কোম্পানির সবথেকে সস্তা এবিএস যুক্ত বাইক। পাবেন ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ১১.৪ হর্সপাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে - আইবিএস এবং এবিএস। আইবিএস ভ্যারিয়েন্টের দাম ৯৫,০০০ টাকা এবং এবিএস ভ্যারিয়েন্টের দাম ৯৯,৫০০ টাকা। উভয় মূল্য এক্স-শুরুন। বাইকের মাইলেজ ৬৬ কিমি প্রতি লিটার।

ইয়ামাহা এফজেড এফআই

ইয়ামাহার এই বাইকে রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ১২.২ হর্সপাওয়ার এবং ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকের দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও। ইয়ামাহা এফজেড এর মাইলেজ ৪৮ কিমি প্রতি লিটার। বাজারে এটির এক্স-শোরুম দাম ১.১৬ লাখ টাকা।

Show Full Article
Next Story