গরমে স্বস্তির খবর, Bajaj-এর সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার মে মাসেই ভারতে আসছে

31 মার্চ, 2024-এ ফেম-2 প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে দেশের বাজারে উপলব্ধ প্রতিটি ইলেকট্রিক স্কুটারের দাম বেড়েছে। বিক্রিতে প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় তুলনামূলক সস্তা…

31 মার্চ, 2024-এ ফেম-2 প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে দেশের বাজারে উপলব্ধ প্রতিটি ইলেকট্রিক স্কুটারের দাম বেড়েছে। বিক্রিতে প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় তুলনামূলক সস্তা মডেল বাজারে আনতে উদ্যোগ দেখাচ্ছে কোম্পানিগুলি। এবারে যেমন বাজাজ অটো (Bajaj Auto) তাদের সবচেয়ে সস্তা ই-স্কুটার হিসাবে Chetak-এর একটি কম দামি ভার্সন আনার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। সব ঠিকঠাক চললে সামনের মাস অর্থাৎ মে’তে ভারতে লঞ্চ হবে সেটি।

Bajaj Chetak-এর সস্তা ভার্সন ভারতে লঞ্চ হবে শীঘ্রই

কোম্পানির এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, এবারে বাজাজ আরও বেশি ক্রেতাকে লক্ষ্য করে স্কুটার আনছে। যারা তুলনামূলক সস্তার মডেলের খোঁজ করে থাকেন। এই সাশ্রয়ী ইভি মডেলটি আরবান ভ্যারিয়েন্টের নিচে অবস্থান করবে। এর দাম 1 লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে।

দাম কম রাখতে নতুন Bajaj Chetak-এ দেওয়া হতে পারে একটি হাব মোটর। আবার কমানো হতে পারে ব্যাটারির সক্ষমতা। এদিকে কয়েক মাস আগে এমনই একটি প্রোটোটাইপ মডেলের টেস্টিং চালাতে দেখা গিয়েছিল সংস্থাকে। সেই মডেলটি এবারে বাজারে হাজির করতে পারে বাজাজ।

দর্শনের দিক থেকে এটি চেতকের অন্যান্য মডেলের মতোই দেখতে হবে। তবে প্রচুর ফিচার্স কাটছাঁট করা হতে পারে। প্রসঙ্গত, কিছুদিন আগেই Ola Electric তাদের S1 X-এর দাম কমিয়ে 70,000 টাকা করেছে। একই পথে হেঁটে Ather Energy এনেছে Rizta ফ্যামিলি ই-স্কুটি। যার মূল্য 1.12 লাখ টাকা (এক্স-শোরুম)। বাজাজও সেই পথ অনুসরণ করবে বলেই ধারণা। বর্তমানে Bajaj Chetak তৃতীয় সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার মডেল।