Top Budget Cars: সেরা মাইলেজ, দাম কম, দেশের সবচেয়ে সস্তা গাড়ি কোনগুলি জানেন

দু’চাকা থেকে চার চাকায় আপগ্রেড করার স্বপ্ন প্রত্যেকের থাকে। কিন্তু সেই স্বপ্নপূরণে বাঁধা হয়ে দাঁড়ায় বাজেট। কিন্তু মধ্যবিত্তের জন্য আজও ভারতে এমন কিছু গাড়ি বিক্রি…

Most Affordable Budget Cars Under Rs 5 Lakh In India

দু’চাকা থেকে চার চাকায় আপগ্রেড করার স্বপ্ন প্রত্যেকের থাকে। কিন্তু সেই স্বপ্নপূরণে বাঁধা হয়ে দাঁড়ায় বাজেট। কিন্তু মধ্যবিত্তের জন্য আজও ভারতে এমন কিছু গাড়ি বিক্রি হয়, যাদের দাম একেবারে হাতের নাগালে। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের রমরমার যুগে আজও ভরসা দিয়ে আচ্ছে ওই ধরনের হ্যাচব্যাক মডেল। চলুন দেখে নিই, ভারতের সবচেয়ে সস্তা যাত্রী গাড়ি কোনগুলি।

Maruti Suzuki Alto K10

একসময় দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা পেলেও, বিগত ক’বছরে আস্তে আস্তে টপ সলিং মডেলের লিস্ট থেকে সরতে হয়েছে Maruti Alto-কে। Alto 800 বন্ধ করে বর্তমানে শুধু Alto K10 বিক্রি করে ইন্দো জাপানি সংস্থাটি। দেশের সবথেকে সস্তা এই পেট্রল গাড়ির দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ৬৭ পিএস পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে পাঁচ গতির ম্যানুয়াল ট্রান্সমিশন উপলব্ধ।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে ফ্লিপ অ্যান্ড ফোল্ড স্মার্টফোন আনল Tecno, রয়েছে ফাটাফাটি ক্যামেরা

Maruti Suzuki S-Presso

ভারতের অন্যতম সস্তা চার চাকার নাম হল মারুতি সুজুকি এস-প্রেসো। অনেকটা মিনি এসইউভি ডিজাইন রয়েছে গাড়িটিতে। কিনতে খরচ হবে ৪.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জ্বালানি সাশ্রয়ী ও ভরসাযোগ্য হিসাবে পরিচিত অল্টো কে১০-এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ফলে পাওয়ার ও টর্ক আউটপুট এক।

আরও পড়ুন: বিনামূল্যে পান Disney+ Hotstar দেখার সুবিধা, Jio, Airtel, Vi এর সবচেয়ে সস্তা প্ল্যান দেখে নিন

Reno Kwid

ভারতে সবচেয়ে কম দামি গাড়ির তালিকায় তিন নম্বরে রয়েছে রেনো কুইড। ফ্রান্সের সংস্থাটি এই মডেল দেশের বাজারে ৪.৬৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি করছে। বর্তমানে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিনে বেছে নেওয়া যায় এই গাড়ি, যার ক্ষমতা ৬৮ পিএস এবং ৯১ এনএম। ট্রান্সমিশন অপশন হিসাবে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন