উৎসবের মরসুমে বিক্রি বাড়িতে নিতে একের পর এক ফেস্টিভ ডিসকাউন্ট নিয়ে হাজির হচ্ছে দুই চাকা থেকে শুরু করে বিভিন্ন চার চাকা গাড়ি নির্মাতা। এবার ইতালির বিখ্যাত টু-হুইলার ব্র্যান্ড Moto Morini ভারতে বিক্রিত তাদের দুই মোটরসাইকেলের উপর বিশাল টাকা ছাড়ের ঘোষণা করল।
Moto Morini X-Cape 650 ও এবং X-Cape 650X এখন ১ লক্ষ টাকা ছাড়ে কেনা যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ডিসকাউন্ট ধরে বাইক দু’টির নতুন দাম হয়েছে যথাক্রমে ৫.৯৯ লক্ষ টাকা এবং ৬.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে দাম কমলেও কোনও পরিবর্তন আসেনি এই দুই মোটরসাইকেলে।
Moto Morini X-Cape 650 ও এবং X-Cape 650X অ্যাডভেঞ্চার ট্যুরারে ৬৪৯ সিসির পাওয়ারফুল প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি থেকে ৮,২৫০ আরপিএম গতিতে ৫৯.১৭ বিএইচপি ক্ষমতা এবং ৭,০০০ আরপিএম স্পিডে ৫৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত।
আরও পড়ুন : Royal Enfield-এর স্বাদ মেটাবে এই বাইক, পুজোর আগে একলাফে 40,000 টাকা সস্তা
উভয় মোটরসাইকেলে এক ডিজাইন বর্তমান। বিরাট ফেয়ারিং এবং উইন্ডস্ক্রিন সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে এদেরকে আলাদা করেছে। ফ্রেমে ইউএসডি ফর্ক ও মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। X-Cape 650 অ্যালয় হুইলে ছুটলেও X-Cape 650X স্পোক হুইল সহ এসেছে। সামনের চাকায় টুইন ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে।