মেঘ না চাইতেই জল! বাইকের দাম একলাফে 1.30 লক্ষ টাকা কমানোর ঘোষণা কোম্পানির

আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া’র ছত্রছায়ায় ভারতে যে কয়েকটি ব্র্যান্ডের টু-হুইলার বিক্রি হয়, তার মধ্যে অন্যতম ইতালির Moto Morini। সংস্থার প্রতিটি বাইক দামি হওয়ার কারণে বিক্রি…

আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া’র ছত্রছায়ায় ভারতে যে কয়েকটি ব্র্যান্ডের টু-হুইলার বিক্রি হয়, তার মধ্যে অন্যতম ইতালির Moto Morini। সংস্থার প্রতিটি বাইক দামি হওয়ার কারণে বিক্রি খুবই কম। তাই বিক্রিতে জোয়ার আনতে সংস্থাটি তাদের X-Cape 650 মডলের দাম ১.৩১ লক্ষ টাকা কমানোর ঘোষণা করেছে। ফলে এখন এই বাইক কিনতে খরচ পড়বে ৫.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। আবার বাইকটির অফ-রোড ভ্যারিয়েন্ট X-Cape 650X এক লক্ষ টাকা সস্তা হওয়ার ফলে নতুন মূল্য দাঁড়িয়েছে ৬.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

ভারতে Moto Morini X-Cape 650 রেঞ্জের দাম কমল

Moto Morini X-Cape 650-এর নতুন দাম প্রতিটি পেইন্ট স্কিমেই প্রযোজ্য বলে জানিয়েছে কোম্পানি। জানিয়ে রাখি, উক্ত সেগমেন্টে বর্তমানে নেতৃত্ব প্রদান করছে কাওয়াসাকি (Kawasaki)। তাই মার্কেট শেয়ার বাড়াতে আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া উল্লিখিত মডেলের দাম কমিয়েছে।

দাম কমানোর ফলে Moto Morini X-Cape 650-এর বৈশিষ্ট্যের সাথে মূল্য সামঞ্জস্যের জায়গায় এসেছে বলে মনে করছে সংস্থা। কারণ এই বাইকে আছে একগুচ্ছ দামি ফিচার্স। কিন্তু যারা এই মোটরসাইকেল কেনার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, গোটা দেশে সংস্থার সার্ভিস সেন্টারের সংখ্যা খুবই কম। তাই বিক্রির পর আফটার সেলস সাপোর্ট পেতে বেগ পেতে হতে পারে।

হাইওয়ে হোক বা অফ রোড, সবক্ষেত্রেই Moto Morini X-Cape 650 রেঞ্জ সাবলীলতা প্রশংসার দাবি রাখে। এতে উপস্থিত ৬৪৯ সিসি, লিকুইড কুল্ড, ইনলাইন টুইন ইঞ্জিন। যা থেকে উৎপন্ন হয় ৬০ বিএইচপি শক্তি এবং ৫৪ এনএম টর্ক। বিশেষ ফিচার্স হিসেবে রয়েছে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৭-ইঞ্চি টিএফটি কনসোল, বিভিন্ন রাইডিং মোড, ইউএসবি চার্জিং পোর্ট এবং এবিএস।