রং করতে 1 কোটি, নম্বর প্লেটের দাম 12 লাখ, আম্বানির গাড়ির ঠাটবাট তাক লাগানোর মতো
বর্তমানে ভারতের ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স-জিও (Reliance-Jio) গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ধনকুবের...বর্তমানে ভারতের ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স-জিও (Reliance-Jio) গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ধনকুবের হওয়ার সুবাদে তাঁর শখের তালিকাটিও যে বেশ লম্বা চওড়া হবে, তা বলাই বাহুল্য। যেই তালিকার অন্যতম স্থানে রয়েছে বিলাসবহুল গাড়ির সম্ভার বাড়ানো। Ferrari থেকে Rolls-Royce, কোন মডেল নেই তাঁর গ্যারেজে! যার মধ্যে প্রায় সমস্ত গাড়িতেই হরেক কাস্টমাইজেশন এবং স্পেশাল ভিআইপি রেজিস্ট্রেশন নম্বরের দেখা মেলে। আম্বানির সংগ্রহে থাকা তেমনি একটি গাড়ির বিষয়ে জানলে, অনেকেরই চক্ষু চড়কগাছ হতে পারে।
মুকেশ আম্বানির এই গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে
বর্তমানে ভারতের বাজারে উপলব্ধ সবচেয়ে দামি এসইউভি (SUV) গাড়ির মধ্যে অন্যতম হচ্ছে Rolls-Royce Cullinan। মুকেশ আম্বানির গ্যারেজে যার একাধিক মডেল রয়েছে। তার এক একটির দাম কোটি কোটি টাকা। এখানেই শেষ নয়। খরচের তালিকাটি আরও লম্বা চওড়া।
জানা গেছে, আম্বানির Rolls-Royce Cullinan-টি তাস্কান শান শেড দ্বারা আবৃত করা হয়েছে। যার জন্য অতিরিক্ত খরচ হয়েছে ১ কোটি টাকা। এমনিতেই গাড়িটির বাজার মূল্য ৬.৮ কোটি টাকা থেকে শুরু। এর সাথে যুক্ত হয়েছে তাঁর নিজের পছন্দের ২১ ইঞ্চি হুইল এবং একগুচ্ছ কাস্টমাইজেশন। সব মিলিয়ে তাঁর খরচের অঙ্কটি হল প্রায় ১৩.১৪ কোটি।
আবার মুকেশ আম্বানির এই গাড়িতে স্পেশাল রেজিস্ট্রেশন নম্বর লাগাতে স্থানীয় আরটিও (রিজিওনাল ট্রান্সপোর্ট) অফিসে ১২ লক্ষ টাকা দিতে হয়েছে। আরটিও সূত্রে জানা গেছে, এই নম্বরটি এ বছর জানুয়ারিতে নথিভুক্ত হয়েছে। এছাড়া, এককালীন কর বাবদ দিতে হয়েছে ২০ লক্ষ টাকা। ২০৩৭-এর জানুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন বৈধ রয়েছে। রোড সেফটি ট্যাক্স হিসেবে দিতে হয়েছে অতিরিক্ত ৪০,০০০ টাকা।
মুকেশ আম্বানির সংগ্রহে রয়েছে একাধিক Rolls-Royce
প্রসঙ্গত, মুকেশ আম্বানির গ্যারেজে Rolls-Royce-এর একাধিক মডেল সজ্জিত রয়েছে। Rolls-Royce Phantom Drophead Coupe-এর সাথে তাঁর রয়েছে তিনটি Rolls-Royce Cullinan SUV এবং নতুন প্রজন্মের Phantom Extended Wheelbase (মূল্য ১৩ কোটি)।