New Bajaj Chetak

নববর্ষের আগে বড় চমক! ২০ ডিসেম্বর নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে বাজাজ

ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন চমক আনছে বাজাজ। ২০ ডিসেম্বর লঞ্চ হবে Bajaj Chetak এর নতুন ভ্যারিয়েন্ট। স্কুটারে কত রেঞ্জ, কী ফিচার্স থাকতে পারে খুঁটিনাটি জানুন।

Suvrodeep Chakraborty 6 Dec 2024 4:13 PM IST

নতুন রূপে বাজার কাঁপাতে আসছে বাজাজ চেতক। ২০ ডিসেম্বর লঞ্চ হবে ইলেকট্রিক স্কুটারের আপডেটেড মডেল। এই স্কুটার সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আনেনি বাজাজ। কিন্তু, ব্যবসায়িক মহলে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই মুহূর্তে দেশের বাজারে ইলেকট্রিক স্কুটারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গ্রাহকদের চমক দিতে একের পর এক নতুন স্কুটার আনছে সংস্থাগুলি।

বাজারে জমি শক্ত করতে বাজাজ অটোর তুরূপের তাশ এখন চেতক। ইতিমধ্যে এই স্কুটারের চারটি ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে। সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে আসন্ন মডেলটি। সূত্রের দাবি, এই স্কুটারের ব্যাটারিতে আগের থেকে বেশি মনোযোগ দিয়েছে সংস্থা। নানা মহলে দাবি, নতুন বাজাজ চেতকে আরও বেশি রেঞ্জ পাওয়া যাবে।

২০২৫ বাজাজ চেতকে নতুন কী?

নতুন বাজাজ চেতকে সম্পূর্ণ আলাদা চেসিস থাকবে বলে জানা গিয়েছে। এই স্কুটার আগের মডেলগুলির তুলনায় হালকা হতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন স্কুটারের একটি টিজারও প্রকাশ করেছে বাজাজ। বেশি রেঞ্জ, হালকা ওজন ছাড়াও এই স্কুটারে একগুচ্ছ নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। পাশাপাশি আন্ডারসিট স্টোরেজের স্পেসও বেশি হতে পারে।

বাজাজ চেতক ইতিমধ্যে একাধিক ভ্যারিয়েন্ট-সহ বাজারে বিক্রি হয়। প্রাথমিক ভাবে এই স্কুটার দুটি ভ্যারিয়েন্ট দিয়ে বাজারে আত্মপ্রকাশ করেছিল। বর্তমানে এটির চারটি ভ্যারিয়েন্ট বিক্রি হয় – 2903, 3202, 3201, এবং 3201। রেট্রো স্টাইল ও আধুনিক ফিচারের মিশেলে এই স্কুটার হাজির করেছে বাজাজ। নতুন যে মডেলটি লঞ্চ হবে তাতে কী ফিচার্স, কত রেঞ্জ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কত দাম হতে পারে সেটার উপর নজর থাকবে সবার।

Show Full Article
Next Story