অবাক করা মাইলেজ মিলবে Bajaj-এর নতুন ইলেকট্রিক স্কুটিতে, এক চার্জে 136 কিমি পার

2024 সালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে বাজাজের। প্রথমে 400 সিসি Pulsar এবং তারপর বিশ্বের সর্বপ্রথম সিএনজি মোটরসাইকেল...
techgup 21 Aug 2024 7:50 PM IST

2024 সালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে বাজাজের। প্রথমে 400 সিসি Pulsar এবং তারপর বিশ্বের সর্বপ্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করেছে তারা। এবার ভারতের তৃতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার Chetak আপডেটের প্রস্তুতি নিতে শুরু করেছে সংস্থা। সম্প্রতি Chetak লিমিটেড এডিশন 3201 ও চেতকের সবথেকে সস্তা ভ্যারিয়েন্ট 2901 নিয়ে এসেছে বাজাজ।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিন্ন সরবরাহকারীর কাছ থেকে নতুন ব্যাটারি সেল কিনে সমগ্র Chetak স্কুটার পোর্টফোলিও আপডেট করবে ব্র্যান্ড। উল্লেখ্য, Chetak 3201 এডিশনে বর্তমান প্রিমিয়াম মডেলের মতো 3.2 kWh ক্যাপাসিটির একই ব্যাটারি প্যাক থাকলেও, সেটি ফুল চার্জে 136 কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করা হচ্ছে। যেখানে, প্রিমিয়াম মডেলে একই ব্যাটারি থেকে 126 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

নতুন ব্যাটারি সেলের কারণেই এই বর্ধিত রেঞ্জ পাওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এই সেলগুলি আরও বেশি এফিশিয়েন্সি এবং এনার্জি ডেনসিটি অফার করে। এর ফলে ব্যাটারির ক্ষমতা না বাড়িয়ে রেঞ্জ বুস্ট করা সম্ভব হয়েছে। নতুন ব্যাটারি সেলের সঙ্গে আপডেটেড বাজাজ চেতক কবে লঞ্চ হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

নতুন ব্যাটারি প্যাক যুক্ত Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের নয়া ভার্সনের দাম 2,000 থেকে 3,000 টাকা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, এখন সবচেয়ে দামি চেতক অর্থাৎ চেতক প্রিমিয়াম ভ্যারিয়েন্টের দাম 1.47 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই প্রাইস রেঞ্জে এটির প্রধান প্রতিদ্বন্দ্বী TVS iQube।।

Show Full Article
Next Story