Bajaj-এর অচেনা মোটরসাইকেল রাস্তায় দেখা গেল, এটাই কি নতুন Pulsar N160?
গত বছর লঞ্চ হওয়া Pulsar N250-এর সাথে ডিজাইনের সাদৃশ্য রেখে সামনের মাসে নতুন মডেল নিয়ে আসছে বাজাজ (Bajaj)। যে টুকু খবর,...গত বছর লঞ্চ হওয়া Pulsar N250-এর সাথে ডিজাইনের সাদৃশ্য রেখে সামনের মাসে নতুন মডেল নিয়ে আসছে বাজাজ (Bajaj)। যে টুকু খবর, Pulsar N160-এর উপরে কাজ করছে বাজাজ। বিগত কয়েক মাসে একাধিক বার রাস্তায় দেখা গিয়েছে বাইকটি। অফিশিয়াল লঞ্চের আগে Pulsar N160-এর দর্শন মিলল আবার।
যে লেটেস্ট ছবি সামনে এসেছে, তাতে আপকামিং বাইকটির গায়ে কোনও ক্যামোফ্লাজ নেই। ফলে ডিজাইন এলিমেন্টগুলি বুঝতে আরও সুবিধা হয়েছে। এটি ২৫০ সিসি নেকেড পালসার-এর মতো একই রকম দেখতে। অনুরূপ প্রোজেক্টর লাইট, বডি প্যানেল, এলইডি ডে টাইম রানিং লাইট, এবং কাউল রয়েছে এতে। এবার অবশ্য নয়া পালসার মডেলের পিছনের দিকের ছবি প্রকাশ হয়নি। তবে আগের স্পাই শটে, N250-এর মতো টেল লাইট থাকতে দেখা গিয়েছিল।
Bajaj Pulsar N160-এর পারফরম্যান্স কেমন হবে, তা অবশ্য এখনও নিশ্চিত করা যায়নি। তবে মনে করা হচ্ছে, বর্তমান Pulsar NS160-এর মতো এটি ১৬০.৩ সিসি অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবে। যা ১৭.২ পিএস পাওয়ার এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে ইঞ্জিনের সঙ্গে ফাইভ স্পিড গিয়ারবক্স সংযুক্ত থাকবে। তবে আরেক মহলের দাবি, বাইকটি নতুন এয়ার কুল্ড ইঞ্জিনের সাথেও আসতে পারে।
সিংহভাগ আধুনিক মোটরসাইকেলে না থাকলেও Bajaj Pulsar N160 কিকস্টার্ট-সহ আসবে। সিঙ্গেল চ্যানেল এবিএস-সহ দু'দিকে একটি করে ডিস্ক ব্রেক থাকবে। এছাড়া সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক দেওয়া হবে। বাজারে TVS Apache RTR 160V ও Yamaha MT-15 2.0-এর সঙ্গে নয়া পালসার প্রতিযোগিতা করবে।