নতুন Benelli Leoncino 250 উন্মোচিত হল, ২০২২ সালে ভারতে লঞ্চ

মর্ডান ক্ল্যাসিক গোত্রের মোটরসাইকেল Benelli Leoncino 250 এর নতুন মডেল উন্মোচন করা হয়েছে। ২০২২ মডেল হিসেবে কয়েকটি...
SHUVRO 15 Dec 2021 1:43 PM IST

মর্ডান ক্ল্যাসিক গোত্রের মোটরসাইকেল Benelli Leoncino 250 এর নতুন মডেল উন্মোচন করা হয়েছে। ২০২২ মডেল হিসেবে কয়েকটি টুকিটাকি আপডেট পেয়েছে ছোট ডিসপ্লেসমেন্টের এই মোটরসাইকেল। নতুন আপডেটগুলি প্রসঙ্গে এলে প্রথমেই বলতে হয় এলইডি হেডল্যাম্পের কথা। যা আরও বড় চেহারার মোটরসাইকেল Leoncino 500 এর থেকে নেওয়া।

ফিচারের পাশাপাশি নান্দনিক দিক বিচার করলে এলইডি হেডল্যাম্প ইউনিট ক্রেতাদের আকৃষ্ট করবে বলেই আশা করা যায়। 2022 Benelli Leoncino 250-এর অন্য আপডেটের মধ্যে রয়েছে নতুন গ্রাফিক্স এবং নয়া সাদা কালার স্কিমের সংযোজন। যার পোশাকি নাম অ্যানথ্রাসাইট হোয়াইট। এই কালার স্কিমে শরীরের সঙ্গে ম্যাচ করা গ্রাফিক্স দেখা যাবে মোটরসাইকেলের চাকায়। এছাড়া Benelli Leoncino 250 সম্পূর্নরূপে অপরিবর্তিত।

আগের মতোই 2022 Benelli Leoncino 250 দৌড়বে ২৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে। যা বাইকের স্টিল ট্রেলিস ফ্রেমের মধ্যে অবস্থিত। ইঞ্জিনটি ইউরো-৫ নির্গমন বিধি অনুসরণ করে তৈরি। এর থেকে ৯২৫০ আরপিএম গতিতৈ ২৫.৮ বিএইচপি শক্তি পাওয়া যায়। সাসপেনশনের জন্য বাইকের সামনে আপসাইড ডাউন ফর্ক এবং ব্রেকিং সেটআপে ২৮০ মিমি ফ্রন্ট ও ২৪০ মিমি রিয়ার ডিস্ক ও ডুয়াল চ্যানেল এবিএস থাকছে।

ভারতে ২০২২-এর মাঝামাঝি সময়ে 2022 Benelli Leoncino 250 লঞ্চ করা হতে পারে। একই সঙ্গে, বেনেলি তাদের অন্যান্য মডেলগুলির বিএস-৬ ভ্যারিয়েন্টে ওই সময় লঞ্চের ঘোষণা করবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story