Maruti Swift: নতুন মডেল আসতেই ঝড়! অল্টো-ব্যালেনোকে ছাপিয়ে এখন সর্বাধিক বিক্রিত গাড়ি সুইফট

চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Swift ভারতে লঞ্চ হয়েছে এখনও এক মাসও হয়নি। এর মধ্যেই ভারতের বাজার তোলপাড় করে ফেলেছে এটি।...
SUMAN 3 Jun 2024 6:35 PM IST

চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Swift ভারতে লঞ্চ হয়েছে এখনও এক মাসও হয়নি। এর মধ্যেই ভারতের বাজার তোলপাড় করে ফেলেছে এটি। গাড়িটি প্রথম থেকেই জনপ্রিয়। তার উপর জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন ও প্রচুর ফিচার্সের সাথে আসার কারণে সকলের চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন মারুতি সুইফট ফেসলিফ্ট। ইতিমধ্যেই প্রিমিয়াম হ্যাচব্যাকটি বুকিংয়ে রেকর্ড গড়েছে। আবার ব্যালোনো, ডিজায়ার-দের টেক্কা দিয়ে মে'তে মারুতি সুজুকি’র বেস্ট-সেলিং মডেলের তকমাও ছিনিয়ে নিয়েছে।

Maruti Suzuki Swift লঞ্চের পরের মাসেই বেস্ট সেলার

গত মাসে মারুতি সুজুকির অন্যান্য মডেলের তুলনায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নব প্রজন্মের Swift। মে মাসে মাসে মোট ১৯,৩৯৩ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়ে ফেলেছে এটি। আবার লঞ্চের ক'সপ্তাহের মধ্যেই গাড়িটির বুকিং ৪০,০০০ পার করার বিষয়টি গর্বের সঙ্গে জানিয়েছে কোম্পানি।

এক সাংবাদিক বৈঠকে মারুতি সুজুকি’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (মার্কেটিং ও সেলস) পার্থ ব্যানার্জি বলেছেন, “আমরা এখন নতুন Swift গাড়িটির কেবলমাত্র পেট্রোল ভ্যারিয়েন্ট বাজারে এনেছি।সিএনজি ভ্যারিয়েন্ট এখনও আসেনি। পেট্রোল ভ্যারিয়েন্টের ৪০,০০০ বুকিং দেখে বলা যায়, প্রথম মাস থেকে ক্রেতাদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।”

মারুতি সুজুকি আরও জানায়, নতুন প্রজন্মের সুইফট গাড়ির ম্যানুয়াল ভ্যারিয়েন্টের চাহিদা সবচেয়ে বেশি। মোট বুকিংয়ের ৮৩ শতাংশ এই মডেলের। যেখানে অটোমেটিক গিয়ার সিস্টেম ভ্যারিয়েন্টের অবদান ১৩ শতাংশ। নতুন প্রজন্মের Maruti Suzuki Swift-এ বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে, যার মধ্যে অন্যতম ইঞ্জিন। নতুন ১.২ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের মাইলেজ ২৫.৭২ কিলোমিটার/লিটার।

Show Full Article
Next Story