Hero Karizma শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ লুকস নিয়ে ফিরছে, 5 পয়েন্টে সব তথ্য দেখুন

এক সময়কার বাজার দাপানো আইকনিক কারিশমা সিরিজকেই আবারও ফিরিয়ে আনতে চলেছে হিরো মটোকর্প (Hero MotoCorp)। দেশের এক নম্বর এই...
techgup 13 April 2023 5:57 PM IST

এক সময়কার বাজার দাপানো আইকনিক কারিশমা সিরিজকেই আবারও ফিরিয়ে আনতে চলেছে হিরো মটোকর্প (Hero MotoCorp)। দেশের এক নম্বর এই বাইক নির্মাতার সৌজন্যে সামনেই Karizma XMR এবং Karizma XMR 210 বাইক দুটির দেখা পাবো আমরা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে প্রথম মডেলটির টেস্টিং চালু করে দিয়েছে হিরো। কিছুদিন আগেই এমনই ছবি ধরা পড়েছিল স্পাই ক্যামেরায়। কারিশমা সিরিজের ছত্রছায়ায় আগত এই বাইক দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য রেখেছে এর নির্মাতা।

প্রথমেই জানিয়ে রাখা ভালো Karizma XMR এর ইঞ্জিন খানিকটা কম পাওয়ার নিয়ে আসবে। এটি সেমি ফেয়ারিং যুক্ত সংস্করণ। অন্যদিকে Karizma XMR 210 এর ইঞ্জিন আগের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী। এই বাইকটি ফুল ফেয়ারিং ভার্সন হিসেবে লঞ্চ হতে চলেছে। Karizma XMR 210 সম্পর্কে পাঁচ পয়েন্টে বিশদে জেনে নেবো আমরা।

Hero Karizma XMR 210: ডিজাইন

সদ্য প্রকাশিত স্পাই ছবি থেকে স্পষ্ট যে এর বেশ কিছু ডিজাইন সরাসরি Xtreme 200S থেকে নেওয়া। যদিও এটিই অনেক বেশি স্পোর্টি স্টাইল নিয়ে আসতে চলেছে। ফেয়ারিং এর উপরেই রয়েছে লুকিং গ্লাস এবং হ্যাজার্ড লাইট ফাংশন সহ এলইডি টার্ন ইন্ডিকেটর। তবে বাইকটির বেশ কিছু ডিজাইন পূর্ববর্তী সংস্করণ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি। কারিশমার পুরাতন ছোঁয়া বজায় রাখতেই এই উদ্যোগ।

Hero Karizma XMR 210: ইঞ্জিন স্পেসিফিকেশন

Karizma XMR 210 মডেলটি এবার একদম নতুন প্লাটফর্মের উপর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১০ সিসির লিকুইড কুলিং প্রযুক্তি সম্বলিত শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। অর্থাৎ পূর্বের তুলনায় অনেক বেশি শক্তির পাওয়া যাবে। কারিশমার বিগত মডেলটিতে ২২৩ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহৃত হলেও তার হর্সপাওয়ার ছিল কুড়ির কাছাকাঠি। নতুন মডেলটিতে ৬ ধাপযুক্ত গিয়ার বক্স উপলব্ধ রয়েছে।

Hero Karizma XMR 210: মূল্য

অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য ভান্ডার খালি থাকলেও বাইকটিতে এলইডি লাইট সিস্টেম, স্প্লিট সিট, নেভিগেশন সিস্টেম এবং ব্লুটুথ সংযুক্তিকরণ এর মতো ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কারিশমা ২১০ এর লঞ্চের দিনক্ষণ সম্পর্কে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। Hero Xpulse 400 লঞ্চ হওয়ার পরেই চলতি বছরের মধ্যেই যে কোনো সময় কারিশমার এই নতুন বাইকটির দেখা পাবো আমরা। এর সম্ভাব্য এক্স শোরুম মূল্য ১.৩০ লাখ টাকা থেকে ১.৬০ লাখ টাকার মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story