ভোলবদলে হাজির Hero-র নতুন এক্সট্রিম বাইক, পুরনো মডেলের থেকে কতটা উন্নত? জানুন এখানে

হিরো মোটোকর্প (Hero MotoCorp) এই সপ্তাহে হার্ডওয়্যার ও ডিজাইন আপডেট সহ তাদের Xtreme 160R 4V মোটরসাইকেলের নতুন সংস্করণ...
SUMAN 18 Jun 2023 8:51 PM IST

হিরো মোটোকর্প (Hero MotoCorp) এই সপ্তাহে হার্ডওয়্যার ও ডিজাইন আপডেট সহ তাদের Xtreme 160R 4V মোটরসাইকেলের নতুন সংস্করণ ভারতে লঞ্চ করেছে। নয়া মডেলটির দাম ১.২৭ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, যা এক্স-শোরুম। পুরনো ভার্সনের তুলনায় এতে একঝাঁক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন ও পুরাতন Hero Xtreme 160R এর মধ্যে ফারাক কোথায় কোথায়।

নতুন Hero Xtreme 160R 4V vs পুরনো মডেল : ইঞ্জিন ও গিয়ারবক্স

Xtreme 160R-এর ইঞ্জিনে আপডেট দিয়েছে হিরো মোটোকর্প। বর্তমান মডেলটিতে OBD2 বিধি মেনে E20 (৮০% পেট্রোলের সাথে ২০% ইথানল মিশ্রণের ফলে উৎপন্ন জ্বালানি) জ্বালানিতে চলতে সক্ষম। এতে উপস্থিত একটি ১৬৩.২ সিসি, ফোর-ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ১৬.৬ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে পুরনো ভার্সনের ১৬৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড টু-ভাল্ভ ইঞ্জিন থেকে ১৪.৯ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক পাওয়া যেত। উভয় মডেলে ৫-স্পীড গিয়ারবক্স আছে।

নতুন Hero Xtreme 160R 4V vs পুরনো মডেল : হার্ডওয়্যার ও ফিচার্স

Hero Xtreme 160R 4V-এর নয়া ভার্সনের হার্ডওয়্যারেও পরিবর্তন করা হয়েছে। এখন স্ট্রিটফাইটার মডেলটি ইউএসডি ফ্রন্ট ফর্ক সহ এসেছে, যেখানে আগে ছিল টেলিস্কোপিক ইউনিট। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক সহ এসেছে। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সমেত অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

নতুন Hero Xtreme 160R 4V vs পুরনো মডেল : দাম

Hero Xtreme 160R 4V-এর দাম ১.২৭ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত ধার্য করা হয়েছে। যেখানে এর পূর্বজ বাইকটির মূল্য ছিল ১.২২ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story