Royal Enfield-এর রাতের ঘুম কাড়তে তৈরি হচ্ছে Jawa, ক্লাসিক-হান্টারের দিন কি এবার শেষ
ভারতের রেট্রো মোটরসাইকেলের দুনিয়ায় মাহিন্দ্রার (Mahindra) অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস-এর (Classic Legends) হাত ধরে...ভারতের রেট্রো মোটরসাইকেলের দুনিয়ায় মাহিন্দ্রার (Mahindra) অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস-এর (Classic Legends) হাত ধরে পুনরুত্থান ঘটেছে জাওয়া মোটরসাইকেলস (Jawa Motorcycles)-এর। কিন্তু উক্ত সেগমেন্টে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মতো প্রতাপশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে বাজারে দাগ কাটা মুখের কথা নয়। তাই এবারে ভারতে নতুন মোটরসাইকেল লঞ্চের মাধ্যমে ব্যবসার যাত্রা পথ সুগম করতে চলেছে জাওয়া। যার নাম – Jawa 350। জানা গেছে, এটি Jawa Standard-এর ব্যাপক আপডেটেড ভার্সন হিসেবে আসবে। এতদিন পর্যন্ত Jawa স্ট্যান্ডার্ড নামেই পরিচিত ছিল এটি।
Jawa 350 শীঘ্রই লঞ্চ হতে চলেছে
অটো পোর্টালগুলির রিপোর্ট অনুযায়ী, আপকামিং বাইকটির নামের শেষে ‘৩৫০’ যোগ করার অর্থ, এতে পুরনো ২৯৪.৭২ সিসি ইঞ্জিনের বদলে Jawa 42 Bobber ও Perak-এ থাকা আরও বড় ও পাওয়ারফুল ৩৩৪ সিসি ইঞ্জিন দেওয়া হতে পারে। বাইক চালানোর অভিজ্ঞতা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ফুয়েল ম্যাপে বদল আসতে পারে। ইঞ্জিনটির আউটপুট ৩০.২ বিএইচপি এবং ৩২.৭২ এনএম হলেও, নতুন মডেলের টিউনিং খানিকটা আলাদা হতে পারে।
অনুমান করা হচ্ছে, আসন্ন বাইকটির চ্যাসিসে পরিবর্তন ঘটানো হতে পারে। এমনকি হার্ডওয়্যার সেটআপে আপডেট দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। আবার ডিজাইনে চমকের সাথে বেশ কিছু নতুন ফিচারের দেখা মিলতে পারে। নতুন কালার স্কিন অফার করা হলেও হেভি ক্রোমের সাথে মেরুন কালার মডেলটি অবশ্যই রাখা হবে।
Jawa Standard-এর তুলনায় Jawa 350 দামি হবে বলেই অনুমান। স্ট্যান্ডার্ড মডেলটির সিঙ্গেল চ্যানেল এবিএস-এর বর্তমান দাম ১..৮১ লক্ষ টাকা এবং ডুয়েল চ্যানেল এবিএস ভার্সনের মূল্য ২.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে বাইকটির প্রতিযোগী মডেল হিসাবে রয়েছে – Royal Enfield Classic 350 ও Honda CB350।