Karizma-র কামব্যাক, আসছে 400cc বাইকও, বাজার কাঁপাতে 5 নতুন মডেল আনছে Hero

ভারতের বৃহত্তম টু-হুইলার সংস্থার মুকুট দীর্ঘদিন ধরে মাথায় গর্বের সাথে বয়ে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। যে কোন...
SUMAN 11 April 2023 2:11 PM IST

ভারতের বৃহত্তম টু-হুইলার সংস্থার মুকুট দীর্ঘদিন ধরে মাথায় গর্বের সাথে বয়ে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। যে কোন সেগমেন্টে সস্তার মডেল রয়েছে বলে এদের জনপ্রিয়তা এত বেশি। এবারে হিরোর লক্ষ্য বড় ইঞ্জিনের বাইকের দিকে। ইতিমধ্যেই যার মধ্যে কয়েকটি মডেল ভারতের রাস্তায় টেস্টিং চালানোকালীন দর্শন মিলেছে। যেগুলি আগামী এক বছরের মধ্যে বাজারে হাজির করা হবে।চলুন হিরো মোটোকর্পের আসন্ন পাঁচটি মোটরসাইকেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন ২০০ সিসি নেকেড বাইক

হিরোর সম্পূর্ণ নতুন একটি নেকেড মোটরসাইকেলের ডিজাইন পেটেন্টের ছবি কিছুদিন আগে ফাঁস হয়েছে। রিপোর্টের দাবি এটি Bajaj Pulsar NS 200 ও TVS Apach RTR 200 4V-এর সাথে টক্কর চালাতে আনা হচ্ছে। যার উন্নয়নে হাত লাগিয়েছে হিরো। Xtreme 160 R-এর সাথে ডিজাইনগত দিক থেকে আসন্ন বাইকটির অনেকাংশেই মিল রয়েছে। অনুমান করা হচ্ছে, এটি Xtreme 200 R নামে বাজারে লঞ্চ হবে।

উল্লেখ্য, Xtreme 200 R বাইকটি অতীতে ভারতের বাজারে বিক্রি করা হতো। ২০২০-তে যার বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এবারে নতুন অবতারে আসতে চলেছে বাইকটি। যার সাথে বাজার চলতি Xpulse 200-এর অনেক যন্ত্রাংশে মিল লক্ষ্য করা গেছে। এতে রয়েছে একটি ১৯৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৪ভি অয়েল-কুল্ড ইঞ্জিন। যা থেকে ১৯.১ পিএস শক্তি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে একটি ৫-স্পিড ট্রান্সমিশন।

Hero Xpulse 400

ভারতের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো একটি ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার টুরিং মোটরসাইকেল তৈরিতে হাত লাগিয়েছে। যেটি ভারতের বাজারের জন্য আনা হবে। স্পাই ছবিতে দেখা গিয়েছে, এতে Xpulse 200 4V-এর সাথে স্টাইলিংয়ের দিক থেকে বহুলাংশে মিল বর্তমান। একটি নতুন ৪২১ সিসি ইঞ্জিন সহ মোটরসাইকেলটি আগামী বছর দেশের বাজারে পা রাখতে পারে। এতে থাকবে অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম সহ ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক, ইউএসডি ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, সার্কুলার এলইডি হেডল্যাম্প, একটি উইন্ডস্ক্রিন ইত্যাদি।

Hero Karizma XMR 210

সম্প্রতি হিরো ভারতে তাদের Karizma XMR ও Karizma XMR 210 বাইক দুটির জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। অনুমান করা হচ্ছে, এই ফেয়ার্ড মোটরসাইকেলগুলি নতুন অবতারে পুনরায় হাজির করতে চলেছে সংস্থা। এতে ব্যবহার করা হবে একটি নতুন ২১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ২৫ পিএস শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত থাকবে একটি ৬-স্পিড গিয়ারবক্স।

Hero Karizma 400

সংস্থার নতুন লঞ্চের তালিকায় একটি বৃহত্তর ইঞ্জিনের Karizma রয়েছে। ২০২৪ এর মাঝামাঝিতে Xpulse 400-এর উপর ভিত্তি করে আসবে বাইকটি। এতে থাকবে একটি বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, অ্যাঙ্গুলার উইন্ডস্ক্রিন, একটি স্পোর্টি এলইডি হেডল্যাম্প ইউনিট, ব্ল্যাক ফিনিশড অ্যালয় হুইল, নতুন চ্যাসিস সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

2023 Hero Xtreme 160 R

সম্প্রতি Hero Xtreme 160 R-এর নতুন প্রজন্মের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। নেকেড বাইকটিতে ব্লুটুথ সহ ইন্সট্রুমেন্ট কনসোল এবং উন্নত স্টাইলিংয়ের দেখা মিলেছে। তবে আগের মতোই একটি ১৬৩ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে ১৫ পিএস শক্তি এবং ১৪ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ভারতের বাজারে TVS Apache RTR 160 4V ও Bajaj Pulsar N160-এর সাথে টেক্কা নেবে।

Show Full Article
Next Story