দুই চাকায় বিলাসবহুল যাত্রার প্রতিশ্রুতি, ঝড় তুলে লঞ্চ হল নতুন Kawasaki Versys 1100

সুপারবাইকের জন্য পরিচিত Kawasaki অবশেষে তাদের নতুন ট্যুরিং মোটরসাইকেল, Versys 1000 লঞ্চের ঘোষণা করল। এই হাই-পারফরম্যান্স বাইক প্রথমে ইউরোপে হাজির হয়েছে। আগামী বছরের প্রথমে ভারতেও…

Tech Gup Desk 30 Sept 2024 1:54 AM IST

সুপারবাইকের জন্য পরিচিত Kawasaki অবশেষে তাদের নতুন ট্যুরিং মোটরসাইকেল, Versys 1000 লঞ্চের ঘোষণা করল। এই হাই-পারফরম্যান্স বাইক প্রথমে ইউরোপে হাজির হয়েছে। আগামী বছরের প্রথমে ভারতেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। একাধিক আপগ্রেড যুক্ত হয়ে বাইকটিকে একটি আকর্ষণীয় প্যাকেজে পরিণত করেছে।

প্রথমেই, ডিসপ্লেসমেন্ট ১,০৪৩ থেকে ১০৯৯ সিসি-তে পৌঁছেছে। যদিও এই ইনলাইন-ফোর ইঞ্জিনের বোর ৭৭ মিমি একই থেকে গিয়েছে, কিন্তু স্ট্রোকের দৈর্ঘ্য ৫৬ মিমি থেকে ৫৯ মিমি পর্যন্ত বড় করা হয়েছে। এছাড়াও, এতে হাই-কম্প্রেশন রেশিও, ভারী ফ্লাইহুইল, সরু ইনটেক পোর্ট এবং কম ভালভ লিফট সহ নতুন ক্যামশ্যাফ্ট দেওয়া হয়েছে।

এই পরিবর্তনগুলির ফলে Kawasaki Versys 1100-এর পাওয়ার আউটপুট ১১৮ বিএইচপি থেকে বেড়ে ১৩৩ বিএইচপি হয়েছে। অন্যদিকে, টর্ক আউটপুট ১১১ এনএম থেকে সামান্য বেড়ে ১১২.৫ এনএমে দাঁড়িয়েছে। পিছনের ডিস্ক ব্রেকের ডায়ামিটার ১০ মিমি বেড়ে ২৬০ মিমি হয়েছে। বাইকটিতে স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য টাইপ-সি পোর্ট মিলবে।

Kawasaki Versys 1100 বেস, S, এবং SE সহ তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। টপ-স্পেক SE ট্রিমে Showa ইলেকট্রনিক সেমি-অ্যাক্টিভ সাসপেনশন এবং অন্য দুটি ভ্যারিয়েন্টে কম অ্যাডজাস্টমেন্ট প্রভিশন সহ ম্যানুয়াল সাসপেনশন যুক্ত করা হয়েছে।

Show Full Article
Next Story