KTM RC 125: ভারতে আসছে কেটিএমের জনপ্রিয় স্পোর্টস বাইক, লঞ্চ কবে জানুন
গত মাসে KTM RC সিরিজের নতুন প্রজন্মের মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরতেই আশায় বুক বাঁধা শুরু করেছিলেন ভারতের...গত মাসে KTM RC সিরিজের নতুন প্রজন্মের মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরতেই আশায় বুক বাঁধা শুরু করেছিলেন ভারতের বাইকপ্রেমীরা৷ বহিরঙ্গ থেকে শুরু করে যন্ত্রাংশ ও ফিচারে বিভিন্ন আপডেট KTM RC সিরিজের RC 125, RC 200, RC 390-এর জনপ্রিয়তা আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷
কেটিএম ইন্ডিয়া এবার একটি ভিডিওর মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে RC 125-কে অফিসিয়ালি টিজ করল৷ ভারতে বাইকটি কবে লঞ্চ হবে, তা জানানো হয়নি৷ শুধুমাত্র বলা হয়েছে, এটি ভারতে শীঘ্রই আসছে৷ উল্লেখ্য, ভিডিওতে দেখানো RC 125-এ কেটিএমের ডুয়েল টোন হোয়াইট ও অরেঞ্জ কালার স্কিম ছিল৷
উল্লেখ্য, পরিবহন দপ্তর থেকে সম্প্রতি ফাঁস হওয়া একটি নথি থেকে জানা গিয়েছিল, ১২৪.৭ সিসি-র লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে নয়া KTM RC 125৷ ইঞ্জিনের সাথে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স৷ বাইকের সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস-সহ ডিস্ক ব্রেক দেওয়া হবে৷ KTM RC 125-এর উচ্চতা ১১৫০ মিমি ও হুইলবেস ১৩৪৭ মিমি৷
নতুন ফ্রেম ব্যবহার করা ফলে নতুন কেটিএম আরসি ১২৫ তার পুরনো ভার্সনের চেয়ে ১.৫ কেজি হালকা৷ সাসপেনশনের জন্য বাইকটির সামনে ডব্লুপি অ্যাপেক্স ইউএসডি ফোর্কস এবং মনো-শক অ্যাবজর্ভার থাকবে৷ বিশ্ববাজারে টিএফটি ডিসপ্লে সহ এলেও ভারতে বাইকটি এলসিডি ড্যাশবোর্ডের সাথে আসবে বলে মনে করা হচ্ছে৷ দিওয়ালির আগে ভারতে কেটিএম আরসি ১২৫-এর অফিসিয়াল লঞ্চ হতে পারে।