KTM RC 125: ভারতে আসছে কেটিএমের জনপ্রিয় স্পোর্টস বাইক, লঞ্চ কবে জানুন

গত মাসে KTM RC সিরিজের নতুন প্রজন্মের মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরতেই আশায় বুক বাঁধা শুরু করেছিলেন ভারতের...
SHUVRO 2 Oct 2021 8:43 PM IST

গত মাসে KTM RC সিরিজের নতুন প্রজন্মের মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরতেই আশায় বুক বাঁধা শুরু করেছিলেন ভারতের বাইকপ্রেমীরা৷ বহিরঙ্গ থেকে শুরু করে যন্ত্রাংশ ও ফিচারে বিভিন্ন আপডেট KTM RC সিরিজের RC 125, RC 200, RC 390-এর জনপ্রিয়তা আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷

কেটিএম ইন্ডিয়া এবার একটি ভিডিওর মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে RC 125-কে অফিসিয়ালি টিজ করল৷ ভারতে বাইকটি কবে লঞ্চ হবে, তা জানানো হয়নি৷ শুধুমাত্র বলা হয়েছে, এটি ভারতে শীঘ্রই আসছে৷ উল্লেখ্য, ভিডিওতে দেখানো RC 125-এ কেটিএমের ডুয়েল টোন হোয়াইট ও অরেঞ্জ কালার স্কিম ছিল৷

উল্লেখ্য, পরিবহন দপ্তর থেকে সম্প্রতি ফাঁস হওয়া একটি নথি থেকে জানা গিয়েছিল, ১২৪.৭ সিসি-র লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে নয়া KTM RC 125৷ ইঞ্জিনের সাথে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স৷ বাইকের সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস-সহ ডিস্ক ব্রেক দেওয়া হবে৷ KTM RC 125-এর উচ্চতা ১১৫০ মিমি ও হুইলবেস ১৩৪৭ মিমি৷

নতুন ফ্রেম ব্যবহার করা ফলে নতুন কেটিএম আরসি ১২৫ তার পুরনো ভার্সনের চেয়ে ১.৫ কেজি হালকা৷ সাসপেনশনের জন্য বাইকটির সামনে ডব্লুপি অ্যাপেক্স ইউএসডি ফোর্কস এবং মনো-শক অ্যাবজর্ভার থাকবে৷ বিশ্ববাজারে টিএফটি ডিসপ্লে সহ এলেও ভারতে বাইকটি এলসিডি ড্যাশবোর্ডের সাথে আসবে বলে মনে করা হচ্ছে৷ দিওয়ালির আগে ভারতে কেটিএম আরসি ১২৫-এর অফিসিয়াল লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story