Honda Activa-র থেকেও কম দামে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে আলোড়ন ফেলতে চলেছে Ola
ভারতের বৈদ্যুতিক স্কুটারের প্রসিদ্ধ সংস্থা ওলা ইলেকট্রিক (Ola Electric) এবারের দিওয়ালিতে বড় ঘোষণা করতে চলেছে। যা...ভারতের বৈদ্যুতিক স্কুটারের প্রসিদ্ধ সংস্থা ওলা ইলেকট্রিক (Ola Electric) এবারের দিওয়ালিতে বড় ঘোষণা করতে চলেছে। যা সংস্থার আসন্ন এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার বৈদ্যুতিক স্কুটারকে ঘিরে। এর দাম নাকি ৮০,০০০ টাকার কম রাখা হবে। অর্থাৎ এটি দেশের বেস্ট সেলিং স্কুটার Honda Activa-র থেকেও সস্তা হবে। এমনটাই দাবি করেছে সর্বভারতীয় এক সংবাদ সংস্থা। যদি তা সত্যি হয়, তবে নিঃসন্দেহে বলা যায়, বর্তমানে দুর্মূল্যের বাজারে এটি আলোড়ন ফেলে দেবে। কারণ প্রিমিয়াম ফিচার সমেত আইসি ইঞ্জিনের স্কুটারও এই দামে মেলে না।
ওলার আসন্ন মডেলটি S1 এর একটি কমদামি ভ্যারিয়েন্ট হিসেবে আসবে। ফিচারের দিক থেকে স্কুটার দুটির মধ্যে যথেষ্ট মিল নজরে পড়বে বলে সূত্রের দাবি। আসলে গতকাল ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)-এর একটি রহস্যময় টুইটকে ঘিরেই জল্পনা দানা বাঁধে। যেখানে ভাবিশ লিখেছেন, “সামনের মাসে আমাদের লঞ্চ ইভেন্টে আরও বড় কিছু পরিকল্পনা করছি।” ভাবিশ ‘বড় কিছু’ বলতে তাঁদের ৮০ হাজার টাকার কম দামের ব্যাটারি চালিত স্কুটারটির কথাই উল্লেখ করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
বলাই বাহুল্য যে আসন্ন স্কুটারটি যে কেবলমাত্র ওলার সর্বাধিক সাশ্রয়ী মডেল হতে চলেছে তাই নয়, এটি দেশেরও অন্যতম সস্তার ই-স্কুটারের জায়গা দখল করবে। এটিও ওলার আপডেটেড MoveOS সফটওয়্যারের সাথে আসবে। এ বছরের ১৫ আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওলা তাদের S1 স্কুটারটি নয়া অবতারে ফিরিয়ে আনে। যার দাম ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে যার ডেলিভারি শুরু হয়।
৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ Ola S1-এর রেঞ্জ ১৪১ কিমি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯৫ কিমি। যা সংশ্লিষ্ট সেগমেন্টের সেরা স্পীড। প্রসঙ্গত, বর্তমানে ওলার ঝুলিতে S1 ছাড়াও আছে তাদের ফ্ল্যাগশিপ মডেল Ola S1 Pro। অন্যদিকে সংস্থাটি ২০২৪-এর মধ্যে বাজারে তাদের ইলেকট্রিক গাড়ি আনার জন্য মরিয়া হয়ে উঠেছে। সম্পূর্ণ চার্জে যার রেঞ্জ ৫০০ কিলোমিটারের অধিক হবে বলে দাবি করা হয়েছে। এমনকি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ এটি ৪ সেকেন্ডে তুলতে সক্ষম হবে।