মোদি সরকারের নতুন প্রকল্পে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটার-বাইক
বৈদ্যুতিক যানবাহন কিনতে আমজনতাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ফেম (FAME) প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। যার দ্বিতীয় পর্যায়...বৈদ্যুতিক যানবাহন কিনতে আমজনতাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ফেম (FAME) প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। যার দ্বিতীয় পর্যায় এপ্রিলে শেষ হয়েছে৷ অঙ্ক কমালেও সাবসিডি চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম বা ইএমপিএস (EMPS) নামে আরও একটি প্রকল্প আনে কেন্দ্র। এবার ফেম-এর বদলি হিসাবে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পিএম ই-ড্রাইভ (PM E-Drive) স্কিম চালু হল।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি শিল্পে বৈদ্যুতিক মডেলের ব্যবহার ও চাহিদা উভয় বাড়াতে মোদি সরকার ১০ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা দুই বছর ধরে খরচ করা হবে। এই স্কিমে ভারতে নির্মিত ২৪.৭৯ লক্ষ ইলেকট্রিক টু-হুইলার, ৩.১৬ লক্ষ বৈদ্যুতিক তিন চাকার গাড়ি এবং ১৪ হাজার ২৮টি বৈদ্যুতিক বাস ভর্তুকির সুযোগ-সুবিধা পাবে। তবে চার চাকার ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড ভেহিকেলকে প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী জানান, ১১ সেপ্টেম্বর ইউনিয়ন ক্যাবিনেট থেকে অনুমোদন প্রাপ্ত এই নতুন ইলেকট্রিক ভেহিকেল সাবসিডি স্কিম ইভি টু-হুইলারের দাম ইউনিট পিছু ১০,০০০ টাকা কমিয়ে আনবে। প্রথম বছরে প্রতিটি ই-বাইক বা ই-স্কুটারে ৫,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে। দ্বিতীয় বছরে ভর্তুকি মিলবে ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: যেমন লম্বা সিট তেমন বিশাল বুট স্পেস, Activa-র থেকেও সস্তার লঞ্চ হল Warivo CRX ইলেকট্রিক স্কুটার
অন্যদিকে, ইলেকট্রিক থ্রি-হুইলারে প্রথম বছরে ৫০,০০০ টাকা ও দ্বিতীয় বছরে ২৫,০০০ টাকা পর্যন্ত সাবসিডি মিলবে। তবে ইলেকট্রিক বাসে কত টাকা সাবসিডি দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে বৈদ্যুতিক যানবাহন কিনতে ই-ভাউচার দেওয়া হবে। কেনার সময় ক্রেতারা পোর্টাল থেকে আধার অথেন্টিকেটেড ই-ভাউচার পেয়ে যাবেন। তা দেখিয়ে ডিসকাউন্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: পুজোর আগে বড় চমক, 108MP ও 50MP ক্যামেরা নিয়ে এই মাসে আসছে নতুন ফোন