Revolt RV400: রিভল্ট ব্ল্যাক এডিশন ই-বাইক বাজারে আনল, এক চার্জেই 150 কিমি ছুটবে
ভারতে ইলেকট্রিক মোটরসাইকেলের জগতে সবচেয়ে সফল নাম Revolt Motors। সম্প্রতি সংস্থাটি তাদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে। আর...ভারতে ইলেকট্রিক মোটরসাইকেলের জগতে সবচেয়ে সফল নাম Revolt Motors। সম্প্রতি সংস্থাটি তাদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে। আর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তাদের একমাত্র ই-বাইক RV400 এর লিমিটেড এডিশন Stealth Black মডেল লঞ্চ করেছে রিভল্ট। যার দাম রাখা হয়েছে ১,৪৪,৯৫০ টাকা (এক্স শোরুম)। এটি বর্তমানে সাধারণ RV400 এর তুলনায় ৪,৯৯৯ টাকা দামি।
যদিও রিভল্ট স্বল্প কিছুদিনের জন্য ডিসকাউন্টে বেচবে স্ট্যান্ডার্ড ও স্টিলথ এডিশন বাইকটি। ৩১শে আগস্টের পরেই RV400-এর স্ট্যান্ডার্ড ও স্টিলথ ব্ল্যাক এডিশনের মূল্য বেড়ে দাঁড়াবে যথাক্রমে ১,৫৪,৯৫০ টাকা এবং ১,৫৯,৯৫০ টাকা। জানিয়ে রাখি, এগুলি এক্স-শোরুম দাম অনুযায়ী।
Revolt Stealth Black RV400: বিশেষত্ব
RV400 এর স্টিলথ ব্ল্যাক মডেলের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন থাকছে। স্ট্যান্ডার্ড মডেলের কসমিক ব্ল্যাক কালার অপশনের তুলনায় লিমিটেড এডিশন মডেলে অনেক বেশি পরিমাণে কালো রঙের ব্যবহার দেখতে পাওয়া যায়। যেমন হ্যান্ডেল বার, অ্যালয় হুইল, সুইং আর্ম এবং গ্র্যাব রেল। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের ইউএসডি ফর্কটি সোনালী রঙের। পিছনের দিকে রয়েছে মনোশক অ্যাবজর্ভার হলুদ রঙের। ফ্লাই স্ক্রিনটি নতুন। সবমিলিয়ে RV400 Stealth Black বেশ আকর্ষণীয় দেখতে।
বাইকটির সামনের এবং পিছনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেখতে পাওয়া যায়। ইকো, নরমাল এবং স্পোর্টস নামে তিন ধরনের রাইডিং মোড। উভয়দিকেই ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। তাছাড়াও চাবি ছাড়া বাইক স্টার্ট দেওয়ার ব্যবস্থা এবং সর্বত্রই এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে। ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লের সাথে মোবাইল ফোন কানেক্ট এবং ৪জি কানেকশনের মাধ্যমে রিভল্ট মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে বাইক যুক্ত করা যায়। এর ফলে লোকেশন, নিকটবর্তী ব্যাটারি সৈয়াপিং স্টেশন, ব্যাটারির স্বাস্থ্য, ট্রাভেল হিস্ট্রি সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাওয়া সম্ভব।
Revolt Stealth Black RV400: ব্যাটারি, রেঞ্জ, স্পিড
সাধারণ মডেলের মতো রিভল্ট আরভি৪০০ স্টিলথ ব্ল্যাক এডিশনে শক্তি ভান্ডার হিসাবে ৩.২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক আছে। সংস্থার দাবি, থেকে চার্জে পরিপুষ্ট অবস্থায় বাইকটি প্রায় ১৫০ কিমি পর্যন্ত চলার ক্ষমতা রাখে। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সাড়ে ৪ ঘন্টা সময় লাগলেও ৭৫ শতাংশ চার্জ হয়ে যায় মাত্র ৩ ঘন্টাতেই। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিমি/ঘণ্টা।