১৬০ সিসির বাইকেই পাহাড়-জঙ্গল জয়! থ্রিল লাভারদের জন্য বড় চমক নিয়ে হাজির সুজুকি
গ্লোবাল মার্কেটে উন্মোচন হল নতুন সুজুকি ভি-স্ট্রম ১৬০। দারুণ লুক, শক্তিশালী ইঞ্জিন-সহ বাইকটি হাজির হয়েছে বাজারে। ভারতে কবে লঞ্চ হতে পারে জানুন।
আরও একটি আকর্ষণীয় বাইক হাজির করল সুজুকি। গ্লোবাল মার্কেটে উন্মোচন হল ১৬০ সিসির Suzuki V-Strom। কলম্বিয়াতে বাইকটি লঞ্চ করেছে জাপানি সংস্থা সুজুকি। তবে উৎপাদন করা হবে ব্রাজিলে। এটি ভি-স্ট্রম লাইনআপে নতুন অ্যাডভেঞ্চার বাইক। ১৬০ সিসির শক্তিশালী ইঞ্জিন এবং দুরন্ত লুক বাইকটির অন্যতম আকর্ষণ।
ব্লক প্ল্যাটার্ন টায়ার ও বাইকের দু’প্রান্তেই রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন ও পিছনে মনোশক। ১৬০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে বাইকের। অফ-রোডিংয়ের জন্য একদম পারদর্শী বলে দাবি করেছে সুজুকি। শুধু তাই নয়, এতে রয়েছে লম্বা হ্যান্ডেলবার এবং আরামদায়ক আসন। যা নিত্য যাতায়াতের জন্য বাইকটি পরিপক্ক করে তোলে।
নতুন সুজুকি ভি-স্ট্রম ১৬০ : ফিচার্স ও স্পেসিফিকেশন
বাইকে রয়েছে ১৬০ সিসি এয়ার কুল্ড SOHC ইঞ্জিন সেটআপ, যা সর্বাধিক ১৪.৭৫ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার। খেয়াল রাখার বিষয়, ভারতে যে সুজুকি গিক্সার বিক্রি হয় তার ইঞ্জিন ও এই বাইকের ইঞ্জিন কিন্তু এক নয়। নতুন ভি-স্ট্রমের সিটের উচ্চতা ৭৯৫ মিলিমিটার। পাওয়া যাবে ১৩ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। বাইকের ওজন ১৪৮ কেজি।
১৫০-১৬০ সিসি ইঞ্জিনের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের ক্ষেত্রে একটি দারুণ মডেল নতুন ভি-স্ট্রম। আন্তর্জাতিক বাজারে এই বাইক কেনার গ্রাহক থাকলেও, ভারতে এই রেঞ্জে অ্যাডভেঞ্চার বাইক কেনার গ্রাহক সংখ্যা কম।। তাই দেশে এটি আদৌ লঞ্চ হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও দেশের বাজারে গিক্সার এবং গিক্সার এসএফ বাইকের বিক্রির পরিমাণও বেশ কম।
গ্লোবাল মার্কেটে উন্মোচন হল নতুন সুজুকি ভি-স্ট্রম ১৬০। দারুণ লুক, শক্তিশালী ইঞ্জিন-সহ বাইকটি হাজির হয়েছে বাজারে। ভারতে কবে লঞ্চ হতে পারে জানুন।